Viral Video

ঘাটে লঞ্চ বাঁধার আগেই লাফ দিলেন তরুণ, পা পিছলে মুহূর্তে পড়ে গেলেন নদীতে, ভাইরাল ভিডিয়ো

ঘাটের নাগাল পেয়েও পা ফস্কে যায় তরুণের। ঘাটের উপর এক পা রাখতে না রাখতেই পিছলে নদীর জলে পড়ে যান তিনি। তরুণকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা সেখানে হাজির হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৮:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ধৈর্য আর ধরছিল না তরুণের। ঘাটে লঞ্চ বাঁধার আগেই লাফ দিয়ে সকলের আগে নেমে পড়তে চাইছিলেন তিনি। কিন্তু ডাঙায় উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেলেন তরুণ। লঞ্চ থেকে ঘাটে লাফ দিয়ে নামার সময় বেসামাল হয়ে পড়লেন নদীর জলে। সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা সেই তরুণকে নদী থেকে তুলতে তৎপর হন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নদী থেকে ঘাটের দিকে একটি লঞ্চ এগিয়ে আসছে। লঞ্চের ভিতর দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। ঘাটে পৌঁছোলেই সকলে এক এক করে নামবেন বলে অপেক্ষা করছিলেন। কিন্তু আর তর সইছিল না এক তরুণের। তাড়াতাড়ি লঞ্চ থেকে নেমে পড়ার জন্য রেলিং পেরিয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

লঞ্চটি একটু এগোতেই লাফ মারেন তিনি। কিন্তু ঘাটের নাগাল পেয়েও পা ফস্কে যায় তাঁর। ঘাটের উপর এক পা রাখতে না রাখতেই পিছলে নদীর জলে পড়ে যান তিনি। তরুণকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা সেখানে হাজির হন। কেউ ঘাটে শুয়ে পড়ে, কেউ আবার লঞ্চ থেকে ঝুলে পড়ে তরুণের হাত ধরাধরি করে তাঁকে ঘাটে টেনে তোলেন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৮ জুলাই তাইল্যান্ডের ব্যাংককের চাও ফ্রায়া নদীতে লঞ্চে ঘুরতে বেরিয়েছিলেন সেই তরুণ। তিনি আদতে কোরিয়ার বাসিন্দা। তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন তিনি। ঘুরতে গিয়েই এই কাণ্ড বাঁধিয়ে ফেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement