ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পিঠের মাঝবরাবর চুলকানি শুরু হয়েছিল একটি ভালুকের। কোনও ভাবেই থাবা বসিয়ে সেই চুলকানি সারাতে পারছিল না সে। তাই এক অদ্ভুত ফন্দি বার করল ভালুকটি। গাছে হেলান দিয়ে পিঠ ঘষে নাচ করতে শুরু করে দিল সে। একনজরে তাকে দেখে মনে হচ্ছিল যে, কোমর দুলিয়ে মনের আনন্দে নাচ করছে ভালুকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের মাঝে একটি ভালুক তার কোমর দুলিয়ে অনবরত নাচ করে যাচ্ছে। আসলে, সে নাচ করছে না। লম্বা গাছের শক্ত ডালে হেলান দিয়ে নিজের পিঠ ঘষতে ব্যস্ত সে।
কারণ, তার পিঠের মাঝবরাবর হঠাৎ করে চুলকাতে শুরু করে। কোনও ভাবেই সেই চুলকানি সারছিল না তার। তাই গাছের ডালে হেলান দিয়ে মানুষের মতো দু’পায়ে পিঠ ঘষতে থাকে সে। ভালুকটির নড়নচড়নের ধরন দেখে মনে হচ্ছিল যে, সে কোমর দুলিয়ে নাচ করছে। কিছু ক্ষণ গাছের ডালে সে ভাবে পিঠ ঘষার পর সেখান থেকে শান্ত ভাবে জঙ্গলের ভিতর চলে যায় সেই চতুষ্পদ।