ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ব্যস্ত রাস্তা দিয়ে অটো চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘণ্টার পর ঘণ্টা অটো চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। কিন্তু কাজের ফাঁকেও পিতৃদায়িত্ব পালন করে চলেছেন তিনি। তাঁর দুধের শিশুকে বুকে বেঁধে অটো চালাতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঋতু._’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক অটোচালক তাঁর শিশুকে কোলে বসিয়ে অটো চালাচ্ছেন। শিশুটি যেন পড়ে না যায়, তাই স্ট্র্যাপ দিয়ে বুকের কাছে বেঁধে রেখেছেন তিনি। শিশুটিও বাবার কোলে দু’দিকে পা ফাঁক করে বসে রয়েছে। দু’হাত দিয়ে বাবার জামাও আঁকড়ে রয়েছে সে। এই ঘটনাটি সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটেছে।
অন্য এক পথচারীর নজরে পড়লে তিনি ফোনে এই দৃশ্যটি বন্দি করে রাখেন। তার পর সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ে। অটোচালকের নামপরিচয় কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পেশা এবং সংসারের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন তিনি।’’ কেউ কেউ আবার শিশুর মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। এক জন নেটব্যবহারকারী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেছেন, ‘‘আপনার স্ত্রী কোথায়? তিনি সুস্থ রয়েছেন তো?’’