ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে মেহন্দি লাগিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তরুণী। মেহন্দি শুকিয়ে গেলে তার পর বাড়ির সমস্ত কাজ সেরে ফেলবেন তিনি। কিন্তু রান্নাঘর থেকে আওয়াজ শুনতে পেয়ে সোজা সে দিকে ছুটে গেলেন তরুণী। রান্নাঘরে ঢুকে অবাক হয়ে গেলেন তিনি। তরুণী দেখতে পেলেন যে, তাঁর শ্বশুর রুটি বেলছেন। তা দেখে মোবাইল চালু করে ঘটনার ভিডিয়ো করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লাড্ডু_অউর_গোপাল_কি_মাইয়া_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী রান্নাঘরে ঢুকে মোবাইল চালু করে ভিডিয়ো রেকর্ড করতে করতে শ্বশুরের সঙ্গে ঠাট্টা করছেন। তরুণী জানান যে, তিনি হাতে মেহন্দি লাগিয়েছেন বলে বাড়ির কাজ করতে পারছেন না। তা দেখে তাঁর শ্বশুর রান্নাঘরে ঢুকে রুটি বানাতে শুরু করেছেন।
পুত্রবধূর কথা শুনে হেসে ফেলেন তাঁর শ্বশুর। তার পর বলেন, ‘‘পুত্রবধূদের সাহায্য করার সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার।’’ শ্বশুরের সঙ্গে ঠাট্টা করে তরুণী বলেন, ‘‘কিন্তু তার জন্য কি রান্নাঘর নোংরা করে দেওয়ার খুব প্রয়োজন ছিল?’’ এই প্রশ্ন করেই হাসতে শুরু করেন তরুণী। ভিডিয়োটিও সেখানে শেষ হয়ে যায়। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে তা ভালবাসার চিহ্নে ভরিয়ে দেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে খুব ভাল লাগল। সারা জীবন আপনারা এমনই হাসিখুশি থাকুন।’’