Viral Video

খেলার ছলে ভাইয়ের দিকে ছড়রা বন্দুক তাক করল দাদা, ভুলবশত চলল গুলি! মৃত্যু ৭ বছরের বালকের, প্রকাশ্যে ভিডিয়ো

স্কুল ছুটি থাকায় দুই ভাই খেলতে খেলতে জমির কাছে চলে যায়। তাদের সঙ্গে ছিল এক বালিকাও। বেড়া টপকে জমির ভিতর ঢুকে বন্দুক নিয়ে খেলতে শুরু করে দেয় কারিয়াপ্পার ন’বছর বয়সি বালক। তাক করে ভাইয়ের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুল ছুটি থাকায় ভাইয়ের সঙ্গে খেলা করতে বাড়ির বাইরে বেরিয়েছিল ন’বছরের বালক। খেলতে খেলতে একটি জমির ভিতর ঢুকে পড়েছিল সে। বেড়া টপকে ভিতরে ঢুকেও পড়ে। কিন্তু তার ৭ বছর বয়সি ভাই দাঁড়িয়েছিল বেড়ার ও পারে। জমির তত্ত্বাবধানে থাকা এক ব্যক্তি বাঁদর তাড়ানোর জন্য সেখানে একটি ছড়রা বন্দুক রেখেছিলেন। খেলার ছলে সেই বন্দুক তুলে ভাইয়ের দিকে তাক করেছিল বালক। কিন্তু ভুলবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। ভাইয়ের বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে।

Advertisement

ভাইয়ের এই অবস্থা থেকে ভয় পেয়ে কাঁদতে শুরু করে দেয় তার দাদা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘সঞ্জীবনী নিউজ়’ সূত্রে খবর, শুক্রবার কর্নাটকের সিসরি এলাকার নিকটবর্তী সোমানাহাল্লি চিপাগি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সেই গ্রামের বাসিন্দা গণপতি হেগাড়ে চাষবাসের জন্য একটি জমি কিনেছিলেন। রক্ষণাবেক্ষণের জন্য সেই জমির দায়িত্ব ছিল নীতীশ গৌড়ার উপর। তিনিও একই গ্রামের বাসিন্দা। গণপতির জমির পাশের জমিটিই কিনেছিলেন তাঁর দাদা রাঘব হেগাড়ে।

Advertisement

ভাইয়ের জমিতে বাঁদরের উপদ্রব বাড়ছিল জানতে পেরে নীতীশকে একটি ছড়রা বন্দুক দিয়েছিলেন তিনি। গুলি ছুড়ে বাঁদর তাড়ানোর জন্য হাতের কাছেই সেই বন্দুক রাখতেন নীতীশ। সেই জমির কাছে বাড়ি ছিল কারিয়াপ্পা বাসাপ্পা উন্ডি। দিনমজুরির কাজ করেন তিনি। দুই পুত্র এবং স্ত্রী নিয়ে সংসার তাঁর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার স্কুল ছুটি থাকায় তাঁর দুই পুত্র খেলতে খেলতে জমির কাছে চলে যায়। তাদের সঙ্গে ছিল এক বালিকাও। বেড়া টপকে জমির ভিতর ঢুকে নীতীশের বন্দুক নিয়ে খেলতে শুরু করে কারিয়াপ্পার ন’বছর বয়সি বালক। বেড়ার বাইরে দাঁড়িয়ে ছিল তার সাত বছর বয়সি ভাই। খেলার ছলে ভাইয়ের দিকে বন্দুক তাক করে সে। সেই সময়ে ভুলবশত ট্রিগার চেপে দেয় বালক।

ভাইয়ের বুকে গুলি লাগার ফলে মাটিতে লুটিয়ে পড়ে সে। ভয় পেয়ে ভাইয়ের হাত ধরে কাঁদতে শুরু করে দেয় দাদা। তাদের খেলার সঙ্গীটিও সব দেখে ভয় পেয়ে যায়। বালকটিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কারিয়াপ্পার স্ত্রী নীতীশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কর্নাটক পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement