ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বান্ধবীর সঙ্গে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন তরুণী। স্পিডবোটে চেপে সমুদ্রের হাওয়া খেতে বেরিয়েছিলেন তিনি। সেই মুহূর্তগুলি ক্যামেরায় বন্দি করে রাখতে চাইছিলেন তাঁরা। পোজ় দিয়ে ছবি তুলতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই তরুণীর মুঠো থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালাল সামুদ্রিক মাছ। নিমেষের মধ্যে ফোন কোথায় উধাও হয়ে গেল, তা বুঝতে পারছিলেন না তরুণী। পুরো বিষয়টি বুঝতেই কিছু ক্ষণ সময় নিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণী স্পিডবোটে বসে পোজ় দিয়ে ছবি তুলছিলেন। তাঁর হাতে ধরা ছিল মোবাইল ফোন। তরুণী যখন পোজ় দিতে ব্যস্ত, তখন সমুদ্র থেকে একটি মাছ লাফিয়ে উঠল। তরুণীর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে জলে ঝাঁপ দিল সে।
পুরো ঘটনাটি এত দ্রুততার সঙ্গে ঘটল যে, তরুণী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তাঁর বান্ধবীও হকচকিয়ে গিয়েছিলেন। দু’জনেই হতভম্ব হয়ে জলের দিকে তাকিয়েছিলেন। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে তরুণীর এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘তরুণী পুরো ঘটনায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছেন যে, কী করবেন বুঝে উঠতে পারছেন না।’’