Viral Video

অটোচালকের সঙ্গে ভাষার সমস্যা! দর কষাকষি করে ৮০ টাকা ভাড়া কমাল চ্যাটজিপিটি, ভাইরাল ভিডিয়ো

নির্দিষ্ট গন্তব্যে যেতে চান বলে অটো থামিয়েছিলেন তরুণ। সেখানে পৌঁছে দেওয়ার জন্য ২০০ টাকা ভাড়া চাইছিলেন অটোচালক। কিন্তু তিনি বেশি ভাড়া চাইছিলেন বলে দাবি তরুণের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৫:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পড়াশ‌োনার জন্য বেঙ্গালুরুতে গিয়েছেন তরুণ। কিন্তু দক্ষিণী ভাষায় এখনও সড়গড় হননি তিনি। তাই অটোচালকের সঙ্গে দর কষাকষি করতে চ্যাটজিপিটির সাহায্য নিলেন তরুণ। নম্র ভাবে অটোচালকের সঙ্গে কন্নড় ভাষায় কথা বলার অনুরোধ করেছিলেন তিনি। দর কষাকষি করে ৮০ টাকা ভাড়া কমিয়েও ফেলল চ্যাটজিপিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ফিচারইন্ডিয়া.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ অটোচালকের সঙ্গে চ্যাটজিপিটির মারফত দর কষাকষি করছেন। বেঙ্গালুরুতে পড়াশোনা করতে গিয়েছেন তরুণ। একই পথে নিত্য যাতায়াত করেন তিনি। নির্দিষ্ট গন্তব্যে যেতে চান বলে অটো থামিয়েছিলেন তরুণ। সেখানে পৌঁছে দেওয়ার জন্য ২০০ টাকা ভাড়া চাইছিলেন অটোচালক। কিন্তু তিনি বেশি ভাড়া চাইছিলেন বলে দাবি তরুণের।

অন্য দিকে, কন্নড় ভাষায় কথা বলতে পারেন না তরুণ। তাই কোনও উপায় না দেখে দর কষাকষির জন্য চ্যাটজিপিটির সাহায্য নিলেন তিনি। চ্যাটজিপিটিকে তরুণ নির্দেশ দিয়ে বললেন, ‘‘আমি কলেজের ছাত্র। এই পথে নিত্য যাতায়াত করি। অটোচালক আমার কাছে ২০০ টাকা ভাড়া চাইছেন, যা অনেকটাই বেশি। দাদার সঙ্গে যেমন নম্র ভাবে কথা বলি তেমন ভাবেই অটোচালকের সঙ্গে কথা বলে ভাড়া কমিয়ে দাও।’’ তরুণের নির্দেশমতো কাজও করে ফেলল চ্যাটজিপিটি। অটোচালকের সঙ্গে কন্নড় ভাষায় কথোপকথন চালিয়ে গেল সে। দর কষাকষি করার পর ৮০ টাকা ভাড়া কমিয়ে ১২০ টাকায় রাজি হয়ে গেলেন অটোচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement