Viral Video

পড়ুয়াদের সামনে প্রভুদেবাকে নকল করে নেচে তাক লাগালেন শিক্ষক, ভিডিয়ো দেখে পেশা বদলানোর পরামর্শ নেটপাড়ার

নাচ করতে করতে কখনও এক পাটি জুতো ছুড়ে ফেলছেন, কখনও আবার জুতো খুলেও ফেলছেন তরুণ। বেঙ্গালুরুর একটি কলেজের শিক্ষকের নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজের অনুষ্ঠান উপলক্ষে নাচগানের আয়োজন করা হয়েছিল। পড়ুয়াদের পাশাপাশি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। অনুষ্ঠানের সেই মঞ্চেই জনপ্রিয় দক্ষিণী নায়ক প্রভুদেবাকে হুবহু অনুকরণ করে নেচে তাক লাগিয়ে দিলেন এক শিক্ষক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘গাতালবুম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে উঠে দুর্দান্ত কায়দায় নাচ করছেন এক তরুণ। বেঙ্গালুরুর একটি কলেজের শিক্ষক তিনি। সেই কলেজের একটি অনুষ্ঠান উপলক্ষে নাচ করছিলেন তিনি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুকাবলা মুকাবলা’ গানের দৃশ্যে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রভুদেবা।

অভিনয়ের পাশাপাশি দর্শকের কাছে নৃত্যশৈলীর জন্যও প্রশংসা কুড়িয়েছেন তিনি। মঞ্চে উঠে সেই গানের সঙ্গেই নাচ করলেন শিক্ষক। নাচ করতে করতে কখনও এক পাটি জুতো ছুড়ে ফেলছেন, কখনও আবার জুতো খুলেও ফেলছেন তিনি। শিক্ষকের নাচের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হাততালির ঝড় ওঠে। এক জন নেটাগরিক তাঁর প্রশংসা করে লিখেছেন, ‘‘ ভুল করে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছেন তরুণ। নাচ নিয়ে কেরিয়ার গড়ে তুললে দারুণ ভবিষ্যৎ হত তাঁর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement