Viral Video

উড়তে গেলেই ধপাস করে পড়ছে মাটিতে! ওজন বেড়ে যাওয়ায় হাঁটাহাঁটিই ভরসা পায়রার, মজার ভিডিয়ো ভাইরাল

রাস্তায় ঘোরাঘুরি করছে একটি পায়রা। ডানা মেলে ওড়ার চেষ্টা করেও পারছে না সে। তবুও হার মানার পাত্র নয় পায়রাটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পেট ফুলে ঢোল হয়ে গিয়েছে পায়রার। ডানা মেলে উড়তে চাইলেও উড়তে পারছে না সে। দু’ডানা ছড়িয়ে শূন্যে ভাসতে গিয়েও আবার মাটিতে ধপাস করে পড়ে যাচ্ছে পায়রাটি। ওজন বেশি হওয়ার কারণে নিজের ভার নিজেই বইতে পারছে না সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অ্যানিম্যালজ়.ভিডিয়োজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় ঘোরাঘুরি করছে একটি পায়রা। ডানা মেলে ওড়ার চেষ্টা করেও পারছে না সে। তবুও হার মানার পাত্র নয় পায়রাটি। কিছু ক্ষণ পর তিন জন পথচারীকে দেখতে পেল সে।

পায়রাটির ওজন দেখে অবাক পথচারীরা। পথচারীদের পিছন পিছন হাঁটা লাগাল সে। তার পর ওড়ারও চেষ্টা করল। মাটি থেকে কিছুটা শূন্যে উড়ে আবার পড়ে গেল সে। অতিরিক্ত খাওয়াদাওয়ার ফলে পায়রাটির ওজন এতটাই বেড়ে গিয়েছে যে, তার আর ওড়ার সামর্থ্য নেই। অগত্যা হাঁটাহাঁটিতেই ভরসা রাখতে হল পায়রাটিকে। ভিডিয়োটি দেখে নেটপাড়ায় হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘লোভে পড়ে বেশি খাওয়াদাওয়া করার ফল হাতেনাতে পেয়েছে পায়রাটি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement