viral video

অতি কৌতূহলের মাসুল! কাঁকড়া চেখে দেখতে গিয়ে ‘ছেড়ে দে মা কেদে বাঁচি’ অবস্থা খুদে জন্তুর

কাঁকড়ার স্বাদ কেমন, তা জানতে এগিয়ে যেতেই ঘটল বিপত্তি। কাঁকড়াটিকে প্রথমে থাবা দিয়ে মৃদু আঘাত করতে থাকে বিড়ালছানাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মস্ত দুই দাঁড়া। বেশ বড়সড় দেহ। ঝোপের পাশে চুপ করে দাঁড়িয়ে ছিল এক কাঁকড়া। তাকে বিরক্ত করতে হাজির হল একদল বিড়ালছানা। তার মধ্যে একটি আবার একটু বেশি সাহসী। কাঁকড়ার স্বাদ কেমন, তা জানতে এগিয়ে যেতেই ঘটল বিপত্তি। কাঁকড়াটিকে প্রথমে থাবা দিয়ে মৃদু আঘাত করতে থাকে বিড়ালছানাটি। সেই দুষ্টুমির ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে ‘আন্দামান বেবি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে গত বছরের নভেম্বর মাসে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তবে ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

মজার সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকটি বিড়ালছানা বড় কাঁকড়াটির আশপাশে লাফালাফি করছে। তাদের মধ্যে একটি কৌতূহলী হয়ে এগিয়ে যায় কাঁকড়ার দিকে। নিজের খুদে খুদে থাবা দিয়ে দাঁড়ায় আঘাত করতে থাকে বিড়ালছানাটি। তার পরই ঘটে যায় দুর্ঘটনা। ছানাটি মুখ বাড়িয়ে কাঁকড়াটির দাঁড়াটি কামড়াতে যেতেই খপ করে বিড়ালছানার মুখে কামড় বসিয়ে দেয় কাঁকড়া। ব্যথায় চিৎকার করে লাফাতে থাকে ছোট্ট প্রাণীটি।

মুখ থেকে কাঁকড়াটিকে ঝেড়ে ফেলার জন্য বার বার মুখ ঝাঁকাতে থাকে ছোট্ট বিড়ালটি। বেশ খানিক দূরে টেনে নিয়ে যাওয়ার পর অবশেষে কাঁকড়াটি দাঁড়ার কামড় আলগা করে মুক্তি দেয় আক্রমণকারীকে। ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২ লক্ষেরও বেশি সমাজমাধ্যমকারী ভিডিয়োয় লাইক দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement