Viral Video

হাত ছেড়ে চলন্ত বাইকে দাঁড়িয়ে কেরামতি! ছিটকে পড়লেন তরুণ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপর বিপজ্জনক ভাবে বাইক চালাচ্ছেন এক তরুণ। বাইক চালাতে চালাতে এক সময়ে হাত ছেড়ে বাইকের উপর উঠে দাঁড়ান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১২:৩৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ব্যস্ত রাস্তার উপরে বাইক চালাচ্ছিলেন তরুণ। কেরামতি করে হাত ছেড়ে বাইকের উপর উঠেও দাঁড়িয়েছিলেন। বাইক চলছিল নিজে থেকেই। তখনই ঘটে গেল বিপত্তি। ভারসাম্য হারিয়ে মাঝরাস্তায় বাইক থেকে মুখ থুবড়ে পড়লেন তিনি। বাইকও ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার গুরুগ্রামে, দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপরে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপর বিপজ্জনক ভাবে বাইক চালাচ্ছেন এক তরুণ। বাইক চালাতে চালাতে এক সময়ে হাত ছেড়ে বাইকের উপর উঠে দাঁড়ান তিনি। বাইকের উপর দাঁড়িয়ে কেরামতি দেখাতে থাকেন। বাইক চলতে থাকে ওই অবস্থাতেই। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ। বাইক থেকে নীচে পড়ে যান তিনি। বাইক ছিটকে পড়ে অন্য দিকে। স্থানীয়েরা হইহই করে তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই তরুণ সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গুরুগ্রামার্স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সেটিকে কেন্দ্র করে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। বেপরোয়া তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেশি পাকা। নিজে তো বিপদে পড়বেই, অন্যের জীবনকেও বিপন্ন করবে। এদের জেল হওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement