Viral Video

ময়ূরকে দেখে নেচে উঠলেন, লাফ দিয়ে গাছ থেকে পাড়লেন আম! কঙ্গনার অন্য ভিডিয়ো ভাইরাল

হোটেল চত্বরে ঘোরার সময় কঙ্গনা একটি ময়ূর দেখতে পান। পেখম মেলে দাঁড়িয়েছিল ময়ূরটি। তা দেখে আনন্দে ভেসে যান নায়িকা। দু’হাত ছড়িয়ে ময়ূরের মতো নেচে ওঠেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১১:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকাল সকাল হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলেন বলি অভিনেত্রী। হোটেলের সামনে পেখম মেলে ঘুরতে দেখলেন একটি ময়ূরকে। দেখামাত্রই নায়িকার মন নেচে উঠল। দু’হাত নাড়িয়ে ময়ূরের মতো নাচার চেষ্টা করলেন তিনি। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন বলিউডের অভিনেত্রী এবং মন্ডী কেন্দ্রের সাংসদ কঙ্গনা রনৌত।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন কঙ্গনা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শাড়ি পরে একটি হোটেলের ভিতর ঘোরাঘুরি করছেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, সম্প্রতি রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন কঙ্গনা। সেখানকার হোটেলে ঘোরার দৃশ্যই ক্যামেরাবন্দি করেছেন তিনি। হোটেল চত্বরে ঘোরার সময় কঙ্গনা একটি ময়ূর দেখতে পান। পেখম মেলে দাঁড়িয়েছিল ময়ূরটি। তা দেখে আনন্দে ভেসে যান নায়িকা।

দু’হাত ছড়িয়ে ময়ূরের মতো নেচে ওঠেন তিনি। হোটেলের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি, হোটেল চত্বরে থাকা একটি আম গাছ থেকে তার তলায় দাঁড়িয়েও পড়েন নায়িকা। শাড়ি পরে গাছের তলায় দাঁড়িয়ে লাফ দিতে শুরু করেন তিনি। বহু চেষ্টায় গাছ থেকে একটি আমও পেড়ে ফেলেন কঙ্গনা। ভিডিয়োটি পোস্ট করে ‘কুইন’ ছবির অভিনেত্রী লিখেছ‌েন, ‘‘বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন। তা হল জীবন। আশা রাখি, আমরা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচব না। জীবনটাকে উপভোগ করব।’’

Advertisement

সমাজমাধ্যমে অধিকাংশ সময় বিতর্কিত মন্তব্য করার কারণে অভিনেত্রীর ভিডিয়ো ভাইরাল হতে থাকে। এই ধরনের প্রাণোচ্ছল ভিডিয়োয় কঙ্গনাকে কমই দেখা যায়। তাই নায়িকা তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর নেটাগরিকদের একাংশ সেই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন নেটব্যবহারকারী আবার লিখেছেন, ‘‘নায়িকাকে বহু দিন পর এমন ফুরফুরে মেজাজে দেখলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement