Viral Video

সিংহকে নিয়ে ‘স্কাইডাইভিং’ করছেন তরুণ! ভিডিয়ো ভাইরাল হতেই সত্যতা নিয়ে প্রশ্ন নেটপাড়ায়

সিংহকে কোলে নিয়ে স্কাইডাইভিং করছেন এক জন তরুণ। সিংহের সামনের দুই পা শক্ত করে ধরে রয়েছেন সেই তরুণ। সিংহের পিঠে চেপে পা দিয়ে তাকে জড়িয়ে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৮:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রয়োজনীয় পোশাক পরে বিমান থেকে ঝাঁপ দিলেন এক তরুণ। তাঁর পিঠে প্যারাস্যুট রয়েছে। ‘স্কাইডাইভিং’ করছেন তিনি। কিন্তু তরুণ একা নন, বরং তাঁকে সঙ্গ দিচ্ছে এক বিশাল সিংহ। ‘বনের রাজা’ জঙ্গল থেকে আকাশে ‘উড়ছে’! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ট্রাভেলিং.শিলং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহকে কোলে নিয়ে স্কাইডাইভিং করছেন এক তরুণ। সিংহের সামনের দুই পা শক্ত করে ধরে রয়েছেন সেই তরুণ। সিংহের পিঠে চেপে পা দিয়ে তাকে জড়িয়ে রয়েছেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নেটাগরিকদের অধিকাংশের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ভিডিয়োটি বানানো হয়েছে। সিংহকে নিয়ে কোনও ভাবেই এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস করা যায় না। এক জন মজা করে লিখেছেন, ‘‘সিংহের পিঠে চড়ে হাওয়া খাওয়া! এক বার নীচে নামলেই বুঝিয়ে দেবে কে আসল রাজা!’’ ভিডিয়োটি নিয়ে প্রশ্ন তুলে এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘আজকাল কৃত্রিম প্রযুক্তির সাহায্যে যা খুশি তৈরি করা যায়। কোনটা সত্য, কোনটা অসত্য তা বুঝতেও পারা যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement