ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চলন্ত সিঁড়িতে উঠে কৌতূহলের বশে নীচের দিকে মাথা ঝুঁকিয়েছিল এক কিশোর। তখনই বিপদ যেন আছড়ে পড়ে তার কপালে। চলন্ত সিঁড়ি এবং দেওয়ালের মাঝে তার মাথা আটকে যায়। কোনও মতেই আর নিজের মাথা বার করতে পারছিল না সে। আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন কিশোরকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লিভিংচায়না’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চলন্ত সিঁড়ির মধ্যে ভিড় জমিয়েছেন লোকজন। এক কিশোরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। এক ব্যক্তি ক্রমাগত চলন্ত সিঁড়ির রেলিং ধরে ঝাঁকিয়ে যাচ্ছেন। সম্প্রতি এই ঘটনাটি চিনের চংকিং প্রদেশে ঘটেছে। চলন্ত সিঁড়ি দিয়ে উঠছিল এক কিশোর।
কৌতূহলের বশে মাথা ঝুঁকিয়ে নীচের দিকে তাকাতে যায় সে। সঙ্গে সঙ্গে তার মাথা সিঁড়ি আর দেওয়ালের মাঝে আটকে যায়। শত চেষ্টা করেও মাথা বার করতে পারছিল না সে। বিপদ বুঝে চলন্ত সিঁড়ি থামিয়ে দেন এক ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই কিশোরের মাথা টেনে বার করার চেষ্টা করতে থাকেন।
এক ব্যক্তি আবার চলন্ত সিঁড়ির রেলিং ধরে টানাটানি করতে থাকেন। এর ফলে সিঁড়ি এবং দেওয়ালের মধ্যে সামান্য ফাঁক তৈরি হলে সেখান থেকে মাথা বার করে ফেলে কিশোর। এই দুর্ঘটনায় আহত না হলেও তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।