ছবি: সংগৃহীত।
রেল সফরে গিয়ে আমরা প্রায়ই রেলের প্যান্ট্রি থেকে খাবার বা জল কিনে খাই। অনেক সময়ই রেলের প্যান্ট্রির খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ দায়ের করা হয় রেল কর্তৃপক্ষের কাছে। তেমনই এক অভিযোগ দায়ের করেছিলেন এক যাত্রী। তাঁর অভিযোগ ছিল জলের জন্য অতিরিক্ত টাকা নিয়েছেন রেলের ক্যাটারিং কর্মীরা। সেই অভিযোগ জমা পড়তেই তরুণকে মারধর করলেন কর্মীরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
৭ মে হেমকুন্ত এক্সপ্রেসে শীতাতপনিয়ন্ত্রিত কামরার এক যাত্রী অভিযোগ তোলেন তাঁর থেকে জলের বোতলের দাম বেশি নেওয়া হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কামরার একেবারে উপরের আসনে শুয়েছিলেন তরুণ। হঠাৎ করেই দু’জন এসে তাঁকে ডাকাডাকি করতে থাকেন। তাঁদের দেখে ট্রেনেরই প্যান্ট্রিকারের কর্মী বলে উল্লেখ করা হয়েছে ভিডিয়োয়। দুই কর্মী এসে তরুণের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তরুণ কেন রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তার কৈফিয়ত চাইতে থাকেন। ভিডিয়োয় তরুণকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা জলের দাম বেশি নিয়েছেন তাই আমি অভিযোগ করেছি।’’
সেই কথা শুনে দুই কর্মী হুমকির সুরে তাঁকে নীচে নেমে আসার কথা বলেন। তরুণ রাজি না হওয়ায় কর্মীদের এক জন বার্থের উপর উঠে এসে মারধর করা শুরু করেন বলে অভিযোগ। পরে ওই যাত্রী ভিডিয়োয় জানান রেলের কর্মী কেবল তাঁকে মারধরই করেননি, তাঁর পোশাকও ছিঁড়ে ফেলেছেন। যাত্রীর হাতে রক্তের দাগও ভিডিয়োয় দেখা গিয়েছে। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রেলের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। এক্স হ্যান্ডলে রেলের পক্ষ থেকে লেখা হয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। খাবারের দায়িত্বে থাকা সংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কাঠুয়ার জিআরপি একটি এফআইআর দায়ের করেছে। তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল। ‘দ্য স্কিন ডক্টর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ৮ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।