ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাসে উঠে আগে দু’টি আসনে রুমাল পেতে জায়গা সংরক্ষণ করে ফেলেছিলেন দুই মহিলা। পরে সেই বাসেই ওঠেন এক তরুণ। বসার জায়গা খুঁজতে গিয়ে তাঁর চোখ যায় রুমাল পাতা আসনগুলির দিকে। সেই আসন যে সংরক্ষিত রয়েছে, তা বুঝতে পারেননি তরুণ। তাই রুমাল সরিয়ে সেখানে বসে পড়েন তিনি। পরে ওই দুই মহিলা যাত্রী বাসে উঠে তরুণকে মারধর করতে শুরু করে দেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘তেলুগু স্ক্রাইব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাসের ভিতর এক তরুণের চুলের মুঠি ধরে মারধর করছেন দুই মহিলা। তরুণ কোনও রকমে তাঁদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। বাসের অন্য যাত্রীরা সেই অশান্তি থামানোর চেষ্টাও করছেন না। এই ঘটনাটি সম্প্রতি অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলায় ঘটেছে।
টুনি থেকে সেই বাসটি কাকিনাড়া জেলার নারাসাপত্তনমের দিকে যাচ্ছিল। বাসে বসার জায়গা সংরক্ষণ করতে আসনের উপর রুমাল পেতে দিয়েছিলেন দুই মহিলা যাত্রী। কিন্তু এক তরুণ বাসে উঠে আর তা লক্ষ করেননি। রুমাল সরিয়ে একটি আসনে বসে পড়েছিলেন। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই বচসা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়। তরুণের চুলের মুঠি ধরে বেধড়ক মারতে শুরু করেন ওই দুই মহিলা যাত্রী। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মহিলা যাত্রীরা কটাক্ষের শিকার হন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এতটুকু বিষয়ের জন্য তরুণকে মারধর না করলেই হত। বাসের অন্য যাত্রীরাও কেউ অশান্তি থামাতে এগিয়ে গেলেন না, তা দেখে বেশি অবাক হলাম।’’