Viral Video

বন্ধুকে শাসনের ‘শাস্তি’, গায়ে জল পড়তেই বেসিন থেকে শূন্যে লাফ বিড়ালের, মজার ভিডিয়ো ভাইরাল

বেসিনের ভিতর শুয়ে ছিল একটি বিড়াল। বেসিনের ধারে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে ছিল অন্য একটি বিড়াল। বন্ধুর এই তদারকি সহ্য করতে না পেরে রেগে গিয়ে তাকে মারার জন্য দুই পা ছোড়ে বেসিনের ভিতরে থাকা বিড়ালটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১১:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রান্নাঘরে বেসিনের মধ্যে গুটিসুটি মেরে শুয়েছিল একটি ধবধবে সাদা বিড়াল। বেসিনের ধারে দাঁড়িয়ে বন্ধুর কাণ্ডকারখানা দেখছিল অন্য একটি বিড়াল। কিন্তু এই তদারকি মোটেই ভাল লাগছিল বেসিনে শুয়ে থাকা বিড়ালটির। তাই শাসন করতে বন্ধুকে মারতে গিয়েছিল সে। কিন্তু বন্ধুকে ‘শাস্তি’ দিতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনল বিড়ালটি। ভয় পেয়ে বেসিন থেকে লাফিয়ে উঠে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ক্যাটপিকচার্সফোল্ডার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল বেসিনের ভিতর শুয়ে রয়েছে। বেসিনের ধারে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে অন্য একটি বিড়াল।

বন্ধুর এই তদারকি সহ্য করতে না পেরে রেগে গিয়ে তাকে মারার জন্য দুই পা ছুড়ল বেসিনের ভিতরে থাকা বিড়ালটি। কিন্তু বন্ধুর গায়ে না লেগে তা লাগল বেসিনের সঙ্গে লেগে থাকা জলের কলের হাতলে। বিড়ালের পা লেগে কল চালু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিড়ালের গায়ে জল পড়তে শুরু করল। ভয় পেয়ে বেসিন থেকে একেবারে শূন্যে লাফ দিয়ে উঠল বিড়ালটি। বন্ধুকে শাসন করতে গিয়ে একেবারে হাতেনাতে কর্মফল পেয়ে গেল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement