ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খেলাধুলা করে আশ আর মেটে না বিড়ালছানার। লাফালাফি করতে করতে একেবারে উটের মাথায় চড়ে বসল সে। কিছু ক্ষণ মাথার উপর চুপচাপ বসে থাকার পর আবার চঞ্চল হয়ে উঠল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যাটদুবাইপেজ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, অন্ধকারে একটি উট দাঁড়িয়ে রয়েছে। শান্ত ভাবে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে উটটি। যেন সামান্য নড়াচড়া করলেই কোনও অঘটন ঘটে যেতে পারে। আসলে, উটের মাথার উপর লাফ দিয়ে উঠে পড়েছে একটি বিড়ালছানা। সেখানেই চুপচাপ বসে রয়েছে সে।
কিন্তু শান্ত থাকা কি তার স্বভাবে রয়েছে? কিছু ক্ষণ উটের মাথার উপর চুপ করে বসে থাকার পরেই উঠে পড়ল সে। তার পর সামনের পা এগিয়ে দিয়ে উটের একটি কানের উপর বুলিয়ে দিল। তার পর সেখান থেকে নামার পথ খোঁজার চেষ্টা করতে থাকল। মজার ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক এই ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘একেই বলে মাথায় চড়ে বসা।’’