ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রোদ পোহাতে পোহাতে নরম ঘাসের উপর পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে এক হস্তীশাবক। সে ঘুম আর ভাঙে না তার। শুঁড় দিয়ে বার বার সন্তানকে ধাক্কা মারছে তার মা। কিন্তু সে-ও ব্যর্থ হয়ে পড়েছে। চিন্তিত হয়ে হাতিদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের কাছে সাহায্য চাইল মা হাতি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘাসের উপর শুয়ে থাকা এক হস্তীশাবককে ঠেলে ওঠানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। কিন্তু হাতির ছানা ওঠার নামই করছে না। বার বার জোরে ধাক্কা দিতেই ধড়ফড় করে চমকে উঠল সে।
আসলে, হস্তীশাবকটি ঘুমে একেবারে কাদা হয়ে গিয়েছিল। শুঁড়ের ধাক্কায় সন্তানের ঘুম ভাঙানোর চেষ্টা করছিল তার মা। কিন্তু তাতে ঘুম ভাঙেনি হস্তীশাবকের। চিন্তিত হয়ে পড়েছিল মা হাতিটি। তাদের দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের কাছে সাহায্য চায় সে। মা হাতির চিন্তা দেখে সেখানে ছুটে যান দুই কর্মী। বহু চেষ্টা করে হস্তীশাবকের ঘুম ভাঙান তাঁরা। তার পর মা হাতি এবং সদ্য ঘুম থেকে ওঠা হাতির ছানাকে নিয়ে অন্য দিকে হেঁটে চলে যান কর্মীরা।