ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খোলা বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিলেন এক তরুণ। অন্যমনস্ক হতেই তাঁর জিনিস ‘চুরি’ করে ফেলল এক পাখি। ঠোঁটে সিগারেট ধরে এ দিক-সে দিক ঘুরে বেড়াতে লাগল পাখিটি। যেন সিগারেটটি তারই সম্পত্তি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘চিজ়বার্গার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ছোট্ট পাখি তার ঠোঁটে জ্বলন্ত সিগারেট খুব সাবধানে ধরে রয়েছে। কিছুতেই সিগারেটটি কাছছাড়া করছে না সে। বারান্দায় রাখা একটি চেয়ারের উপর হেঁটে বেড়াচ্ছে পাখিটি। পাখির এই কাণ্ড ক্যামেরাবন্দি করার লোভ ছাড়তে পারেননি তরুণ। এই ভিডিয়োটি ফোনে রেকর্ড করার সময় হাসি থামছিল না তাঁর।
এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পাখিরও সুখটান দেওয়ার ইচ্ছা হয়েছিল। তাই সেই অভিজ্ঞতাও করে নিল।’’ আবার এক জন নেটব্যবহারকারী ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘অন্যের সম্পত্তিতে ভালই ভাগ বসিয়েছে পাখিটি। তা নিয়ে কোনও হেলদোলও নেই তার।’’