ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পাড়ায় ঘুরতে ঘুরতে একটি স্ত্রী বিড়ালের দিকে নজর পড়ে পুরুষ বিড়ালের। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় সে। প্রেমিকার সঙ্গে দেখা করে এসে আর আনন্দ ধরে রাখতে পারে না পোষ্য বিড়ালটি। চার পা উল্টে মেঝেয় শুয়ে গান ধরে সে। পোষ্যের এই আচরণ ক্যামেরাবন্দি করেছেন তার মালিক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় বিড়ালের গান গাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফানপ্লাস__’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পোষ্য বিড়াল চার পা উল্টে ঘরের লাগোয়া বারান্দায় শুয়ে রয়েছে। চার পা তুলে ‘ম্যাও ম্যাও’ করে সুরেলা কণ্ঠে ডেকে চলেছে সে। সেই ডাক শুনে মনে হচ্ছে, বিড়ালটি যেন গান ধরেছে।
পোষ্যের সেই ‘গানের’ ভিডিয়ো পোস্ট করে তার মালিক জানিয়েছেন যে, আগে এমন ভাবে ডাকত না তাঁর বিড়াল। কিছু দিন আগে পোষ্য রাস্তায় টহল দিতে গিয়ে এক স্ত্রী বিড়ালকে দেখেছিল। প্রথম দেখাতেই সেই বিড়ালটির প্রেমে পড়ে গিয়েছিল পোষ্য। তার পর রোজ নিয়ম করে সেই স্ত্রী বিড়ালের সঙ্গে দেখা করতে যায় সে।
‘প্রেমিকা’র সঙ্গে দেখা করে ফিরেই পা উল্টে গান করতে শুরু করে দেয় সে। মালিকের ধারণা, তাঁর পোষ্য প্রেমে হাবুডুবু খেয়ে এমন আচরণ করছে। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভালবাসা বিড়ালকে ‘গায়ক’ও বানাতে পারে!’’