ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পরিবারের সঙ্গে মন্দির দর্শনে গিয়েছিলেন দুই বোন। কিন্তু দর্শনের জন্য পুণ্যার্থীদের যে সময় বরাদ্দ, সেই সময় পার করে ফেলেছিলেন তাঁরা। মন্দিরে উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাঁদের সরে যেতে বললে তা নিয়ে ঝগড়া শুরু করে দেন দুই মহিলা। এমনকি, নিরাপত্তাকর্মীদের মারধর করতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামলাতে সেখানে হাজির হন এক মহিলা পুলিশকর্মী। চিৎকার-চেঁচামেচি করে তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন দু’জনে।
তখনই এক নিরাপত্তারক্ষীকে চড় মারতে মারতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এক মহিলা। তার পর পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে আরও অশান্তি শুরু হয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার পরিবারের সদস্যদের নিয়ে মথুরার বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে গিয়েছিলেন দুই বোন। নিরাপত্তারক্ষীদের অভিযোগ, দর্শন করতে প্রয়োজনাতিরিক্ত সময় লাগাচ্ছিলেন তাঁরা। তাই অন্য পুণ্যার্থীদের কথা ভেবে ওই দুই মহিলাকে সেখান থেকে সরে যেতে বলেন নিরাপত্তাকর্মীরা। তা নিয়েই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
অভিযোগ, নিরাপত্তারক্ষীদের কলার ধরে মারধর করতে শুরু করেন দুই মহিলা। এই অশান্তিতে যোগ দেন আরও এক মহিলা পুণ্যার্থী। পরিস্থিতি সামলাতে সেখানে হাজির হন এক মহিলা পুলিশকর্মী। তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন এক মহিলা।
অন্য দিকে, এক নিরাপত্তাকর্মীকে চড় মারতে মারতে জ্ঞান হারিয়ে মন্দিরের ভিতরেই লুটিয়ে পড়েন এক মহিলা। অশান্তি ক্রমশ বাড়তে থাকে। পরে সেই মহিলার জ্ঞান ফিরলে দু’জনেই একটু সরে দাঁড়ান। কিন্তু পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলতেই থাকে। পরে দুই মহিলাকে নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়। তাঁরা নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে দুই মহিলাকে ছেড়ে দেওয়া হয়।