Viral Video

খাবার নিয়ে ঝামেলায় বিয়ে ভাঙল পাত্রপক্ষ! থানায় গিয়ে মালাবদল করলেন ‘কর্তব্যে অটল’ পাত্র

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আগত বরযাত্রীরা খাওয়া নিয়ে অভিযোগ জানানোর পরে হঠাৎ করেই বিয়ে বন্ধ হয়ে যায়। যদিও বিয়ের বেশির ভাগ রীতিই তত ক্ষণে সম্পন্ন হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

খাবার নিয়ে অশান্তি বিয়েবাড়িতে। ঝামেলা এমন পর্যায়ে গিয়েছিল যে বিয়ে ভেঙেই দিয়েছিল দুই পরিবার। অগত্যা থানায় গিয়ে বিয়ে করলেন দম্পতি। গত রবিবার সুরতের ভারাছা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আগত বরযাত্রীদের খাওয়া নিয়ে অভিযোগ জানানোর পরে হঠাৎ করেই বিয়ে বন্ধ হয়ে যায়। যদিও বিয়ের বেশির ভাগ রীতিই তত ক্ষণে সম্পন্ন হয়েছে। বরের পরিবার বিয়েতে সম্মতি না জানালেও বিয়ের ইচ্ছাপ্রকাশ করেন পাত্র প্রমোদ মাহতো। পাত্রী অঞ্জলি কুমারীকে নিয়ে সাহায্যের জন্য স্থানীয় থানায় যোগাযোগ করেন তিনি। সঙ্গে সঙ্গে প্রমোদের পরিবারকে থানায় ডেকে পাঠায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শেষ পর্যন্ত দম্পতির জন্য থানাতেই বাকি বিয়ের আয়োজন করা হয়। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিয়ে সম্পন্ন হয়।

মালাবদল এবং বিয়ের বাকি আনুষ্ঠান শেষ হওয়ার পরে স্বামী-স্ত্রীর থানা ছেড়ে যাওয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে সুরত পুলিশ। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভিকে পুলিশের ডেপুটি কমিশনার অলোক কুমার বলেছেন, “খাবারের কারণে দুই পরিবারের মধ্যে ঝামেলার সূত্রপাত। বরপক্ষ বিয়েতে রাজি ছিল না। অথচ বিয়ের বেশির ভাগ রীতি সম্পন্ন হয়েছিল। শুধু মালা বিনিময় বাকি ছিল। বরও বিয়ে করতে রাজি ছিল। তাই থানা থেকেই বাকি বিয়ের আয়োজন করা হয়।’’

Advertisement

সুরত পুলিশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার সুরত পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement