Viral Video

‘বাবা, কাছে এসো’, অবিকল মানুষের গলায় কথা বলছে পোষা কাক! ‘অলৌকিক’, দাবি নেটাগরিকদের

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির ভিতরে একটি চৌকির উপর বসে রয়েছে কুচকুচে কালো একটি কাক। কা কা করে ডাকার বদলে মানুষের গলায় কথা বলতে শোনা যাচ্ছে তাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:৫৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

কথা বলা তোতা বা টিয়ার কথা তো অনেকেই শুনেছেন। কেউ কি মানুষের মতো কথা বলা কাকের কথা শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি তেমনই একটি ঘটনার সাক্ষী হয়েছে মহারাষ্ট্রের পালঘর। মানুষের মতো নিঁখুত গলায় কথা বলতে শোনা গিয়েছে একটি কাককে। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বছর তিনেক আগে ওই কাকটিকে আহত অবস্থায় উদ্ধার করেন মহারাষ্ট্রের পালঘরের ওয়াদা এলাকার বাসিন্দা তনুজা মুকনে নামে এক মহিলা। কাকটিকে লালনপালন করেন তিনি। তবে পরিবারের সবাইকে চমকে দিয়ে কয়েক মাসের মধ্যেই অদ্ভুত ভাবে মানুষের মতো করে কথা বলতে শুরু করে কাকটি। স্থানীয়দের মধ্যে পাখিটিকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কাকটি ‘অলৌকিক’ বলেও গুজব ওঠে। তবে সে সব কথায় কান না দিয়ে কাকটিকে নিজেদের কাছেই রাখে তনুজার পরিবার।

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বাড়ির ভিতরে একটি চৌকির উপর বসে রয়েছে কুচকুচে কালো একটি কাক। কা কা করে ডাকার বদলে মানুষের গলায় কথা বলতে শোনা যাচ্ছে তাকে। কাকটিকে বলতে শোনা যায়, ‘‘পাপা, পাপা, পাপা, আইয়ে না (বাবা, বাবা, এখানে এসো না)।’’ অর্থাৎ, আদরের সুরে এক জনকে ডাকছে কাকটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, ‘স্নিকস্পট.মিডিয়া’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ বিস্ময় প্রকাশ করেছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কী দেখতে হচ্ছে! কাকও এখন মানুষের গলায় কথা বলছে। এ তো কৃত্রিম মেধাকেও হার মানাবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কাক অন্য যে কোনও পাখির চেয়ে বেশি বুদ্ধিমান। তবে এমন অলৌকিক ঘটনা আগে দেখিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement