ছবি: সংগৃহীত।
জঙ্গলের সেরা দুই শিকারি। সাধারণত একে অপরের সংশ্রব এড়িয়ে চলতে ভালবাসে। মুখোমুখি পড়লে লড়াই অনিবার্য। অথচ সেই দৃশ্যের সম্পূর্ণ বিপরীত এক চিত্র ধরা পড়েছে বদ্ধ জায়গায়। দুই হিংস্র প্রজাতি পারস্পরিক শত্রুতা ভুলে একে অপরকে আদর করতে মত্ত। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ঘরের মধ্যে দেওয়ালের এক পাশে শুয়ে রয়েছে এক শার্দূল। শুয়ে বিশ্রাম করছিল বিশালদেহী বাঘটি। হঠাৎ করেই সেখানে হাজির হয় একটি বড় সিংহ। সিংহটি এসে বাঘের ঘাড়ের উপর পড়ে যায়। মাথা দিয়ে আঘাত করতে থাকে বাঘটিকে। বাঘের মুখের কাছে মাথা রেখে বাঘের থাবার উপরই শুয়ে পড়ে বনের রাজা। খুনসুটির মেজাজে বার বার বাঘের সঙ্গে খেলা করতে উৎসুক হয়ে পড়ে সিংহটি। ঘাড়ের উপর সিংহটি এসে পড়লেও বাঘটির মধ্যে কোনও উত্তেজনা দেখা যায়নি। সিংহের আদরের অত্যাচার মুখ বুজে সহ্য করে গিয়েছে বাঘটি। ভিডিয়ো দেখে মনে হতে পারে সিংহের আচরণ নিয়ে তার কোনও মাথাব্যথা নেই।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই বহু নেটাগরিক সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় ৩৩ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক পড়েছে ৭০ হাজার। ভিডিয়োয় বাঘ-সিংহের এই সখ্য দেখে বহু নেটাগরিকই অবাক হয়েছেন। এক জন লিখেছেন, “আমি ভেবেছিলাম প্রাণী দু’টি একে অপরের শত্রু। ভিডিয়ো দেখে মনে হচ্ছে এরা গৃহপালিত।”