uttar pradesh

এক প্রেমিকের সঙ্গে দু’বার পালালেন গৃহবধূ! স্বামী, চার সন্তান ছেড়ে ১৬ বছরের ছোট তরুণকে বিয়েও করলেন

উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জানকী দেবী নামের এক গৃহবধূ তাঁর থেকে ১৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৩:২৬
Share:

—প্রতীকী ছবি।

১৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে এক বার নয়, দু’বার বাড়ি থেকে পালালেন গৃহবধূ। ৪০ বছরের তরুণীর সঙ্গে গত চার বছর ধরে ২৪ বছর বয়সি ওই যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। চার সন্তান ও স্বামীকে ছেড়ে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জানকী দেবী নামের ওই গৃহবধূ প্রেমিককে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। ২৮ বছর ধরে বিবাহিত ছিলেন জানকী। তাঁর বড় মেয়ের বয়স ১৮, বড় ছেলের বয়স ১৬, মেজো ছেলের বয়স ১২ এবং সবচেয়ে ছোট ছেলের বয়স আট। পরিবার থাকা সত্ত্বেও তিনি তার তরুণ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার সিদ্ধান্ত নেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

জানকীর স্বামী রামচরণ মুম্বইয়ে টাইলস বসানোর কাজ করেন। স্ত্রীর প্রেমের খবর কানে পৌঁছোতে তিনি গ্রামের বাড়ি ফিরে আসেন। তিনি জানান, চার বছর আগে জানকীর সঙ্গে তাঁর প্রেমিকের এক আত্মীয়ের বাড়িতে আলাপ হয় ও তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বাড়ি ফিরে আসার পর প্রেমিকের সঙ্গে দেখা করা নিয়ে রামচরণ এবং জানকীর মধ্যে প্রায়শই ঝগড়া হত। প্রায় এক বছর আগে, তরুণ প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূ। আবার কয়েক মাস পরে ফিরেও আসেন। স্বামীর কাছে ক্ষমা চেয়ে পরিবারের সঙ্গে পুনরায় বসবাস শুরু করেন।

সম্প্রতি জানকী আবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। স্বামী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। দু’পক্ষের মধ্যে একটি রফা হয়। যেখানে জানকী তাঁর প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এবং তাঁর চার সন্তানের দায়িত্ব রামচরণের উপরই ন্যস্ত হয়েছে। রামচরণও এই ব্যবস্থায় প্রতিবাদ করেননি। তাঁর আশঙ্কা ছিল পরকীয়া সম্পর্কের প্রতিবাদ জানালে তাঁদের বিষ দিয়ে হত্যা করতে পারেন জানকী। গৃহবধূ জানিয়েছেন, তিনি চার সন্তানের অভাব বোধ করেন না এবং মীমাংসার পর থেকে নতুন স্বামীর সংসারেই রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement