Viral Video

খাবার দিতে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়ল স্কুটির উপরে, অলৌকিক ভাবে প্রাণরক্ষা তরুণের

শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ভিরারের আগাশি চালপেঠের রাস্তা দিয়ে খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন এক তরুণ। নির্জন রাস্তায় স্কুটি ছোটাচ্ছিলেন গতিতে। এমন সময় রাস্তার ধারে থাকা গাছের একটি ডাল ওই যুবকের স্কুটির উপর আছড়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৩:৪৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতে খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন এক খাবার সরবরাহকারী কর্মী। হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ল তাঁর স্কুটির উপর। ছিটকে পড়লেন তিনি। গাছের ভাঙা ডালে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল রাস্তায়। তবে অল্পের জন্য রক্ষা পেলেন ওই তরুণ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে মহারাষ্ট্রের ভিরার শহরে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ভিরারের আগাশি চালপেঠের রাস্তা দিয়ে খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন এক তরুণ। নির্জন রাস্তায় স্কুটি ছোটাচ্ছিলেন গতিতে। এমন সময় রাস্তার ধারে থাকা গাছের একটি বিশাল ডাল ওই যুবকের স্কুটির উপর আছড়ে পড়ে। স্কুটি নিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন তরুণ। আবার উঠে দাঁড়িয়ে অবাক হয়ে ভাঙা গাছের ডালের দিকে দেখতে থাকেন। অন্য দিকে, গাছের ডালে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় রাস্তায় আগুনের ফুলকিও ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি ‘যুগ’ নামে এক্স হ্যান্ডল থেকে রবিবার পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের অনেকেই সেই ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণের ভাগ্য খুবই ভাল। না হলে এমন দুর্ঘটনার কবলে পড়ে কেউ প্রাণে বাঁচে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement