Plane Crash At Toronto Airport

অবতরণের সময় টরন্টো বিমানবন্দরে আছড়ে পড়ল বিমান, উল্টেও গেল! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

আমেরিকার মিনিয়াপোলিসের সেন্ট পল্‌স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল যাত্রিবাহী বিমান। তবে এই ঘটনায় কারও মৃত্যুর খবর নেই। ১৮ জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি সোমবার মধ্যরাতে ঘটেছে। আমেরিকার মিনিয়াপোলিসের সেন্ট পল্‌স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। অবতরণের কথা ছিল টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু অবতরণের আগে তুষারঝড়ের কারণে বরফে ঢেকে যায় সেই বিমানবন্দর। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে আছড়ে পড়ে বিমানটি। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে উল্টে যায়। চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা।

বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, বিমানের মধ্যে ৭৬ জন যাত্রী এবং চার জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের সকলকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় কারও মৃত্যুর খবর নেই। ১৮ জন যাত্রী বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ডেবোরাহ ফ্লিন্ট বলেছেন, ‘‘ঘটনায় অন্য কোনও বিমান জড়িত ছিল না। আপৎকালীন অবস্থায় বিমানবন্দরের কর্মীরা যে ভাবে বিমানে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন তাতে তাঁদের বীরত্বের পরিচয় পাওয়া যায়। বিমান আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা যাত্রীদের দ্রুত সরিয়ে নিয়েছিলেন। কয়েক জন যাত্রী ইতিমধ্যেই তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।’’

রয়টার্স সূত্রে খবর, ডেল্টা এয়ারলাইন্সের সিআরজে৯০০ বিমানটি এনডেভার নামক সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয়। জানা গিয়েছে যে, সোমবার টরন্টোয় প্রবল তুষারঝড় চলছিল। তুষারঝড়ের কয়েক ঘণ্টা পর বিমান অবতরণ করলেও সেই সময় চলছিল ঝোড়ো হাওয়া। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তুষারাবৃত রানওয়েতে আছড়ে পড়ছে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা একেবারে উল্টে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার পর অন্তত দু’ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। দু’ঘণ্টা পর বিমান চলাচল শুরু হলেও বহু ক্ষণ তা স্বাভাবিক হয়নি। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement