Viral Video

মালকিনের সঙ্গে বেরিয়ে ছিল ঝিমিয়ে! ক্যামেরা তাক করায় জিভ বার করে একগাল হাসি পোষ্যের, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় থাকা এক ব্যক্তি একটি কুকুরের দিকে ক্যামেরা তাক করে বসেছিলেন। ক্যামেরা দেখে বেজায় খুশি হয়ে পড়ে কুকুরটি। সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে দু’কান খাড়া করে ফেলে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:৫৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বান্ধবীর সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন তরুণী। সঙ্গে দিয়েছিল পোষ্য কুকুরও। কিন্তু রেস্তরাঁয় গিয়ে ঝিমিয়ে পড়ে সে। চুপচাপ মুখ নীচু করে শুয়েছিল কুকুরটি। হঠাৎ তার নজর পড়ল ক্যামেরায়। ছবি তোলা হচ্ছে ভেবে জিভ বার করে হেসে ফেলে পোষ্য। কুকুরের মিষ্টি এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মোমোজ়.ইউএসএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রেস্তরাঁয় মালকিনের সঙ্গে ঘুরতে গিয়েছে একটি পোষ্য। মুখ নীচু করে বসে রয়েছে সে। তার চোখেমুখে কোনও চঞ্চল ভাব নেই। চুপচাপ রয়েছে কুকুরটি। হঠাৎ সামনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাল সে। রেস্তরাঁয় থাকা এক ব্যক্তি সেই কুকুরটির দিকে ক্যামেরা তাক করে বসেছিলেন।

ক্যামেরা দেখে বেজায় খুশি হয়ে পড়ল কুকুরটি। সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে দু’কান খাড়া হয়ে গেল তার। জিভ বার করে ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হাসল কুকুরটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে পোষ্যের হাসিমুখের পোজ় দেখার পর সেই ভিডিয়োটি ভালবাসায় ভরিয়ে দেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিডিয়োটি এত মিষ্টি যে বার বার আমি শুরু থেকে চালাচ্ছি। মন ভাল করে দিল পোষ্যের হাসি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement