ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ি থেকে সেই যে বেরিয়েছে, আর বাড়ি ফেরার নামগন্ধ নেই। রেগে একেবারে আগুন হয়ে গেলেন পোষ্যের মালকিন। হাতের কাজ ছেড়ে পাড়ায় তাঁর পোষ্য কুকুরকে খুঁজতে বার হলেন তিনি। অবশেষে ‘অবাধ্য সন্তান’কে খুঁজে পেলেন। বকাঝকা করে কুকুরের সামনের দুই পা ধরে বাড়িতে নিয়ে এলেন তিনি। কুকুরটিও মানুষের মতো দু’পায়ে হেঁটে চুপচাপ বাড়ি ফিরল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভূমিকা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুকুরের সামনের দুই পা ধরে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক মহিলা। সেই মহিলার চোখেমুখে রাগ। তিনি রাগে গজগজ করলেও কুকুরটি একেবারে চুপ করে ছিল। আসলে, বহু ক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছিল পোষ্য কুকুরটি। আর বাড়ি ফিরছিল না দেখে তার মালকিন রেগে যান। রাস্তায় বেরিয়ে কুকুরটিকে খুঁজে পান তিনি।
মালকিনের কাছে বকাও খায় সে। পাছে তাঁর পোষ্যটি দৌড়ে পালায়, তাই তার সামনের দুই পা ধরে বাড়ির দিকে হাঁটা লাগালেন মহিলা। কুকুরটিও বাধ্য হয়ে তার মালকিনের সঙ্গে হাঁটতে লাগল। তাকে দেখে মনে হল, মানুষের মতো দু’পায়ে হাঁটছে সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা কুকুরটি খুব বকা খেয়েছে। মুখচোখ শুকিয়ে গিয়েছে ওর। মায়েরা এমনই হয়।’’