ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঠের মধ্যে দু’টি চাকা ঝুলিয়ে দোলনা তৈরি করা হয়েছিল। হাতিরা যেন সময়-অসময়ে সেখানে খেলা করতে পারে, সেই উপলক্ষেই এমন বন্দোবস্ত। কিন্তু দোলনা নিয়ে খেলা করতে গিয়ে বিপদে পড়ল হাতির ছানা। চাকার ভিতর একটি পা ঢুকিয়ে দেওয়ার পর আর বার করতে পারল না সে। সন্তানকে বিপদে দেখে রেগে গেল মা হাতি। রেগেমেগে দোলনাকে ‘কড়া ভাবে শাসন’ করে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতির ছানা চাকার দোলনা নিয়ে খেলা করছিল। কিন্তু খেলতে খেলতে তার একটি পা চাকার ভিতর ঢুকে যায়। হাজার চেষ্টা করেও পা বার করতে পারছিল না সে। সন্তানের বিপদ দেখে সে দিকে ছুটে যায় মা হাতি। শুঁড় দিয়ে দোলনাটি পেঁচিয়ে চাকাটি তুলে শাবকের পা বার করে সে।
হাতির ছানাটিও পা বার করে বিপদ থেকে রেহাই পায়। কিন্তু রেগে যায় মা হাতি। দোলনাটি শুঁড়ে পেঁচিয়ে রেগেমেগে দূরে ছুড়ে ফেলে দেয় সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সন্তান ব্যথা পেলে তো মায়ের রাগ হতে বাধ্য।’’