ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাসপাতালে গিয়ে সকাল থেকে দৌড়োদৌড়ি করে চলেছেন তরুণী। কখনও অস্ত্রোপচার করতে ব্যস্ত হয়ে পড়ছেন, কখনও অন্য রোগীদের পরীক্ষা করতে যাচ্ছেন। ব্যস্ত বৌমাকে দেখে চিন্তা হচ্ছিল তাঁর শ্বশুরের। তাই অস্ত্রোপচার করে বেরোতেই পুত্রবধূর মুখের সামনে ধরলেন এক কাপ গরম কফি। শুধু তা-ই নয়, পুত্রবধূকে যত্নে সেই কফি খাইয়েও দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হিলিংবাইসাক্সেনা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী চিকিৎসক সদ্য অস্ত্রোপচার করে বেরিয়েছেন। পোশাক বদল করারও সময় পাননি। মুখ তখনও ‘সার্জিক্যাল মাস্ক’ দিয়ে ঢাকা। তরুণীর মাস্ক নামিয়ে তাঁকে কফি পান করিয়ে দিচ্ছেন এক প্রৌঢ়। সম্প্রতি এই ঘটনাটি হরিয়ানার সোনিপাতের এক হাসপাতালে ঘটেছে। ওই তরুণী সেই হাসপাতালের চিকিৎসক। তরুণীর শ্বশুরও একই হাসপাতালের চিকিৎসক।
চিকিৎসক পুত্রবধূকে সারা দিন ব্যস্ততার মধ্যে দেখে চিন্তা হচ্ছিল প্রৌঢ় শ্বশুরের। তাই পুত্রবধূ অস্ত্রোপচার করে বেরোতেই তাঁর সামনে কফি নিয়ে হাজির হলেন। তরুণীর মুখ থেকে মাস্ক সরিয়ে যত্নে কফি পান করিয়ে দিলেন শ্বশুর। সন্তানসম স্নেহে আবার মাস্ক পরিয়ে দিতে দেখা গেল তাঁকে।
এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আপনাদের সম্পর্ক শ্বশুর-বৌমার চেয়েও পিতা-কন্যার মতো। এমন ভালবাসায় সারা জীবন আপনাদের সম্পর্ক বেঁচে থাকুক।’’