ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় আবার কে গাড়়ি চালায়! সড়কপথ ছেড়ে থার নিয়ে সোজা রেললাইনে উঠে পড়লেন এক বৃদ্ধ। রেললাইন ধরে সোজা গাড়ি চালাতে গিয়ে আটকে পড়ল তাঁর গাড়ি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। গাড়িটি রেললাইন থেকে দ্রুত সরিয়ে ওই বৃদ্ধ চালককে প্রাথমিক ভাবে গাফিলতির অভিযোগে গ্রেফতার করেছেন পুলিশ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এডিভি দীপক বাবু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি থার রেললাইনের মাঝে আটকে রয়েছে। সেই গাড়ি সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন রেলকর্মী-সহ পুলিশের কর্মীরাও। এই ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ নাগাল্যান্ডের দিমাপুর রেলস্টেশনের কাছে ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বৃদ্ধ চালকের বয়স ৬৫ বছর। রাতে সেই বৃদ্ধ নিজের মাহিন্দ্রা থার নিয়ে বেরিয়েছিলেন। সড়কপথ ছেড়ে সোজা রেললাইনে উঠে পড়়েন তিনি। দিমাপুর স্টেশনের কাছে পৌঁছোতেই লাইনের মাঝে তাঁর গাড়ি আটকে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় দিমাপুর পুলিশ। কোনও ট্রেন আসার আগে রেললাইন থেকে গাড়িটি সরানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিক ভাবে গাফিলতির অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে তারা।