ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জল ছেড়ে ডাঙায় উঠে পড়েছে একটি অতিকায় সিল। রাস্তায় যেখানে-সেখানে গাড়ি দাঁড়িয়ে পড়েছে তার কারণে। মাঝরাস্তায় থমকে গিয়েছে ট্র্যাফিক। তবুও নিজের ছন্দেই ঘুরে বেড়াচ্ছে এক এলিফ্যান্ট সিল। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইয়োমজ়ানসি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি এলিফ্যান্ট সিল রাস্তায় ঘোরাফেরা করছে। সিলটিকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি পৌঁছে যান স্থানীয় পুলিশকর্মীরাও। রাস্তায় ভিড় জমিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারা।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার এই ঘটনাটি সাউথ আফ্রিকার কেপটাউনের গর্ডন’স বে এলাকায় ঘটেছে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করেননি প্রত্যক্ষদর্শীরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বনেটের উপর মাথা তুলে কিছু ক্ষণ বিশ্রাম করে সিলটি। তার পর আবার মাথা নামিয়ে রাস্তা থেকে ফুটপাথে উঠে পড়ে সে। এই ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘মনের আনন্দে রাস্তাঘাটে টহল দিয়ে বেড়াচ্ছে সিলটি। চেনা পাড়া ছেড়ে এই অচেনা জায়গাই মনে ধরেছে তার।’’