Viral Video

রোবট কুকুরের ঘাড়ে মাস্ক, জ়ুকেরবার্গদের মাথা, ছবি তুলে ‘মলদ্বার’ দিয়ে বার করছে প্রিন্ট! ভাইরাল ভিডিয়ো

রোবট কুকুর বানালেও তাদের ঘাড়ে জুড়ে দেওয়া হয়েছে ইলন মাস্ক, মার্ক জ়ুকেরবার্গ, জেফ বেজসের মতো খ্যাতনামীদের মাথা। সিলিকন দিয়ে অবিকল একই আদলে সেই সব মুখ তৈরি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ইলন মাস্ক, মার্ক জ়ুকেরবার্গ থেকে জেফ বেজস, এমনকি পাবলো পিকাসো— সকলেই এক ছাদের নীচে! গুটি গুটি পায়ে ঘোরাফেরা করে বেড়াচ্ছে সকলে। মুখাবয়ব অবিকল হলেও তাদের দেহের গড়ন কুকুরের মতো। এমন অভিনব রোবট বানিয়ে প্রদর্শনীতে তাক লাগিয়েছেন এক ডিজিটাল শিল্পী। সেই রোবট কুকুরগুলির আবার ছবি তোলার ক্ষমতাও রয়েছে। ঘোরাফেরা করে ছবি তুলে বেড়াচ্ছে তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বুধবার থেকে মায়ামি বিচ কনভেনশন সেন্টারে একটি প্রদর্শনী শুরু হয়েছে। রবিবার ছিল সেই প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনীতে নিজের হাতে বানানো রোবট কুকুর নিয়ে উপস্থিত ছিলেন ডিজিটাল শিল্পী বিপল। রোবট কুকুর বানালেও তাদের ঘাড়ে জুড়ে দেওয়া হয়েছে ইলন মাস্ক, মার্ক জ়ুকেরবার্গ, জেফ বেজসের মতো খ্যাতনামীদের মাথা।

সিলিকন দিয়ে অবিকল একই আদলে সেই মুখ তৈরি করা হয়েছে। রোবট কুকুরগুলির বুকের কাছে ক্যামেরা লাগানো রয়েছে। সর্ব ক্ষণ তারা ঘুরে ঘুরে ছবি তুলে চলেছে। রোবট কুকুরের পিছনের অংশ, অর্থাৎ ‘মলদ্বার’ দিয়ে সেই ছবি প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। পাবলো পিকাসোর মতো চিত্রশিল্পীর পাশাপাশি বিপল নিজের মুখের অবয়বও তৈরি করেছেন। জানা গিয়েছে, প্রতিটি রোবট কুকুরের দাম ১,০০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০ লক্ষ টাকা)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement