Viral Video

লাঠি হাতে অ্যালিগেটরের সঙ্গে লড়াই! হিংস্র সরীসৃপকে কাবু করলেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

হাতে লাঠি নিয়ে খালি পায়ে রাস্তার ধার দিয়ে দৌড়ে যাচ্ছেন এক তরুণ। অ্যালিগেটরের পিঠে খোঁচা মারলেন তিনি। সঙ্গে সঙ্গে তরুণের দিকে তেড়ে গেল অ্যালিগেটরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৯:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছিল একটি বিশাল অ্যালিগেটর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলে যান এক তরুণ। খালি পায়ে, হাতে লাঠি নিয়ে সেই অ্যালিগেটরের সঙ্গে অসম লড়াইয়ে নেমে তাকে কাবু করেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘জ্যাকসনভিলে শেরিফ’স অফিস’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতে লাঠি নিয়ে খালি পায়ে রাস্তার ধার দিয়ে দৌড়ে যাচ্ছেন এক তরুণ। অ্যালিগেটরের পিঠে খোঁচা মারলেন তিনি। সঙ্গে সঙ্গে তরুণের দিকে তেড়ে গেল অ্যালিগেটরটি। লাঠির গোড়ায় বাঁধা দড়ি অ্যালিগেটরের গলায় জড়িয়ে ফেললেন তরুণ।

তার পর অ্যালিগেটরটিকে টানতে টানতে রাস্তায় নিয়ে গেলেন তিনি। রাস্তায় গড়াতে শুরু করল হিংস্র সরীসৃপ। হঠাৎ অ্যালিগেটরের পিঠে চেপে বসে তার মুখ চেপে ধরলেন তরুণ। এক ব্যক্তির সাহায্যে সেই বিশাল অ্যালিগেটরটিকে কোলে তুলে নিলেন তিনি। তার পর সেই অ্যালিগেটরটিকে গাড়ির পিছনে তুলে দিলেন তরুণ। ঘটনাটি ফ্লোরিডায় ঘটেছে। আসলে, রাস্তার ধারে অ্যালিগেটরের দেখতে পেয়ে স্থানীয় এক উদ্ধারকর্মীকে খবর পাঠানো হয়। তিনি খালি পায়ে, লাঠি নিয়ে অ্যালিগেটরটিকে উদ্ধার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement