Viral Video

তুষারধস আছড়ে পড়ল স্কিয়ারের উপর, ডুবে গেলেন বরফে! তার পর... ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁয়ের চূড়ায় স্কি করছেন এক জার্মান স্কিয়ার। বরফের মধ্যে স্কি করছেন এঁকেবেঁকে। একটি ঢাল বেয়ে নীচের দিকে নামার সময় বিপদের মুখোমুখি হন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ইউরোপের বরফে ঢাকা পর্বতে স্কি করছিলেন জার্মান স্কিয়ার। হঠাৎ তুষারধসের মুখোমুখি হলেন তিনি। চাপা পড়লেন তুষারের নীচে। যদিও বরাতজোরে মৃত্যুকে ফাঁকি দিতে সক্ষম হলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ২৯ জানুয়ারি। সেই ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁয়ের চূড়ায় স্কি করছেন ওই জার্মান স্কিয়ার। বরফের মধ্যে স্কি করছেন এঁকেবেঁকে। একটি ঢাল বেয়ে নীচের দিকে নামার সময় বিপদের মুখোমুখি হন তিনি। হঠাৎই তুষারধস তাঁর দিকে ধেয়ে আসে। পালানোর মরিয়া চেষ্টা করলেও লাভ হয়নি। কিছু ক্ষণের মধ্যেই প্রায় ৩০০ মিটার নীচে গিয়ে বরফের নীচে ঢাকা পড়েন তিনি। যদিও এয়ারব্যাগ ব্যবহার করে ওই প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকেন তিনি। কিছু ক্ষণ পরে একটি উদ্ধারকারী দল বরফের নীচে থেকে তুলে আনেন ওই স্কিয়ারকে। মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও আঘাত থেকে বাঁচতে পারেননি তিনি। পা এবং পাঁজরের হাড় ভেঙে গিয়েছে তাঁর। মর্গ্যান আখোরফি নামে এক প্রত্যক্ষদর্শী ভয়ঙ্কর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

মর্গ্যান আশঙ্কা করেছিলেন যে, ওই জার্মান স্কিয়ার হয়তো বেঁচে নেই। কিন্তু উদ্ধারকারীরা এসে দেখেন তিনি বেঁচে রয়েছেন। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

‘কোলিন রাগ’ নামে এক্স হ্যান্ডল থেকে সেই ভয়ঙ্কর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে গত বুধবার। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement