Viral Video

ছাগলের সঙ্গে লড়াইয়ের জোর প্রস্তুতি! হেলমেট পরে চারপেয়ের শিঙের সঙ্গে গুঁতোগুঁতি তরুণের, ভাইরাল ভিডিয়ো

তরুণের জ্বালায় অতিষ্ঠ হয়ে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ছে ছাগলটি। তরুণ তবুও হার মানার পাত্র নয়। দু’পা মাটিতে রেখে, হাঁটু মুড়ে চারপেয়েদের মতো দাঁড়িয়ে পড়লেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৫:৫৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শিং নামিয়ে গুঁতো দিতে দৌড়ে যাচ্ছে ছাগল। ভয়ের কোনও নামগন্ধ নেই তরুণের। বুক ফুলিয়ে ছাগলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছাগলটি কাছে যেতেই হাঁটু মুড়ে চারপেয়েদের মতো দাঁড়িয়ে গেলেন তিনি। তার পর ছাগলের সঙ্গে গুঁতোগুঁতি করতে লাগলেন ওই তরুণ। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/গাইজ়বিইংড্যুড্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ ছাগলের সঙ্গে গুঁতোগুঁতি করছেন। তরুণের জ্বালায় অতিষ্ঠ হয়ে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ছে ছাগলটি। তরুণ তবুও হার মানার পাত্র নয়।

দু’পা মাটিতে রেখে, হাঁটু মুড়ে চারপেয়েদের মতো দাঁড়িয়ে পড়লেন তিনি। ছাগলের শিঙের গুঁতো খেয়ে যেন আঘাত না লাগে, তাই নিজেকে রক্ষা করতে হেলমেট পরে নিয়েছিলেন তিনি। সেই হেলমেট পরেই ছাগলের সঙ্গে গুঁতোগুঁতির লড়াইয়ে নেমেছেন তরুণ। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক তরুণকে কটাক্ষ করে লিখেছেন, ‘‘অকারণে এই নিরীহ প্রাণীটিকে বিরক্ত করে ঠিক করছেন না। আপনি অন্য কাজ খুঁজে নিন। কেন এ সব করে ছাগলটিকে রাগিয়ে তুলছেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement