Bride Groom Viral Video

বিয়ের ছবি তোলার সময়ে মশকরা, চুমু খেতে গিয়ে নববধূকে সুইমিং পুলে ফেলেই দিলেন তরুণ! মজার ভিডিয়ো ভাইরাল

বিয়ের পর ফোটোশুট করতে ব্যস্ত ছিলেন নবদম্পতি। তরুণীর পরনে সাদা গাউন। শুট পরিহিত তরুণ সুইমিং পুলের ধারে তরুণীর কোমর জড়িয়ে দাঁড়িয়েছিলেন। তরুণের হাতের উপর ভর দিয়ে সুইমিং পুলের দিকে ঝুঁকছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৭:৩৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দু’জনের জীবনে। বিয়ের সেই শুভ মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করার জন্য ফোটোশুট করাচ্ছিলেন নবদম্পতি। সুইমিং পুলের ধারে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন তাঁরা। ঠোঁটে ঠোঁট রেখে আদরে, ভালবাসায় মজে ছিলেন দম্পতি। কিন্তু সেই রোম্যান্টিক মুহূর্তে দায়িত্ব নিয়ে ‘জল ফেলে দিলেন’ পাত্র। ছবি তোলার সময় স্ত্রীর সঙ্গে মশকরা করার কথা ভাবেন তিনি। সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে চুমু খাওয়ার সময় স্ত্রীকে জলে ফেলে দেন তরুণ।

Advertisement

তার পর জোরে জোরে হাসতে শুরু করে দেন। তরুণীর তখন নাকানিচোবানি অবস্থা। বিয়ের সাদা গাউন ভিজে ঢোল। জলে পড়ে গিয়ে কী করবেন তা ঠাহর করে উঠতে পারছিলেন না তিনি। চোখেমুখে হতভম্ব ভাব ফুটে ওঠে তরুণীর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘এম্যাডজো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ের পর ফোটোশুট করতে ব্যস্ত এক নবদম্পতি। তরুণীর পরনে সাদা গাউন। শুট পরিহিত তরুণ সুইমিং পুলের ধারে তরুণীর কোমর জড়িয়ে দাঁড়িয়েছিলেন। তরুণের হাতের উপর ভর দিয়ে সুইমিং পুলের দিকে ঝুঁকছিলেন তরুণী। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন তাঁরা। তখনই স্ত্রীর সঙ্গে মজা করার কথা ভাবেন তরুণ।

Advertisement

তরুণীর কোমর থেকে হঠাৎ করে হাত সরিয়ে নেন তিনি। তরুণী নিজেকে সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যান। তাঁর স্বামী যে এই কাণ্ড ঘটাতে পারেন তা কল্পনাও করতে পারেননি তরুণী। জলে পড়ে হতভম্ব হয়ে যান তিনি। স্ত্রীর অবস্থা থেকে হেসে কুটিপাটি হয়ে যান তরুণ। সুইমিং পুলে ভিজে চুপচুপে হয়ে দাঁড়িয়ে বরকেও টেনে নামানোর চেষ্টা করেন তরুণী। পাত্রের প্যান্ট ধরে টানার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে ওই তরুণ স্বেচ্ছায় সুইমিং পুলে ঝাঁপ দেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যেরা তা দেখে হাসাহাসি করতে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement