ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্ত্রীকে ফাঁকি দিয়ে প্রেমিকার সঙ্গে চুপিচুপি কনসার্টে গিয়েছিলেন এক ব্যক্তি। তিনি যে সংস্থার অধিকর্তা, সেই সংস্থারই এক ঊর্ধ্বতনের সঙ্গে পরকীয়ার সম্পর্কে রয়েছেন। তবে তাঁদের গোপন সম্পর্কের কথা যে এ ভাবে সকলের সামনে ফাঁস হয়ে যাবে, তা কল্পনাও করতে পারেননি দু’জনে। সম্প্রতি ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট দেখতে গিয়েছিলেন তাঁরা। প্রেমিকাকে আলিঙ্গন করে মনের সুখে সেই শো উপভোগ করছিলেন অধিকর্তা। হঠাৎ ক্যামেরায় ধরা পড়েন তাঁরা।
স্টেডিয়ামে লাগানো বড় পর্দায় তাঁদের ছবি ফুটে ওঠে। পুরো ঘটনাটি এত তাড়াতাড়ি হয় যে, কিছু বুঝে ওঠার সময় পাননি তাঁরা। পর্দায় তাঁদের দেখানোমাত্র বসে পড়েন অধিকর্তা। তাঁর প্রেমিকাও হাত দিয়ে মুখ ঢেকে অন্য দিকে ঘুরে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ম্যাট ওয়াল্যাস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্টেডিয়ামে এক যুগল একে অপরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে রয়েছেন। পিছন থেকে মহিলার কোমর জড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর বুকে ভর দিয়ে গানের তালে মেতে উঠেছেন সেই মহিলা। সাধারণত কোনও বড় কনসার্টে দর্শকাসনের উপর দিয়ে একটি ক্যামেরা ঘুরে বেড়ায়। স্টেডিয়ামের এক জায়গায় বড় পর্দা লাগানো থাকে। দর্শকাসনে কোনও ভাল মুহূর্ত সেই ক্যামেরায় ধরা দিলে তা স্টেডিয়ামের সেই পর্দায়ও ফুটে ওঠে।
পারফর্মার-সহ স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক সেই মুহূর্তের সাক্ষী থাকেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার আমেরিকার বস্টনের ম্যাসাচুসেট্সের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্ট ছিল। সেই কনসার্টে গিয়েছিলেন আমেরিকার এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থার অধিকর্তা অ্যান্ডি বাইরন। সেই কনসার্টে তাঁকে সঙ্গ দিয়েছিলেন তাঁরই সংস্থার এক ঊর্ধ্বতন মহিলাকর্মী।
২০২৩ সালের জুলাই মাসে সংস্থার সিইও পদে নিযুক্ত হয়েছিলেন অ্যান্ডি। ন’মাস আগে সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছিলেন ক্রিস্টিন ক্যাবট। ক্রিস্টিনের সঙ্গেই কোল্ডপ্লের কনসার্টে দেখা গিয়েছিল অ্যান্ডিকে। তবে তাঁরা ছিলেন অন্তরঙ্গ অবস্থায়। ক্রিস্টিনকে আলিঙ্গন করে দর্শকাসনে দাঁড়িয়েছিলেন অ্যান্ডি। ক্রিস্টিনও সেই আলিঙ্গনে নিজেকে ডুবিয়ে মন ভরে গান শুনছিলেন।
দর্শকাসনে এক যুগলকে এমন অন্তরঙ্গ অবস্থায় দেখে একটি ক্যামেরা সেই মুহূর্তটি বন্দি করে স্টেডিয়ামের পর্দায় তুলে ধরে। ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের নজরে পড়ে অ্যান্ডি এবং ক্রিস্টিনের ভিডিয়ো। পর্দায় নিজেদের দেখে সঙ্গে সঙ্গে মুখ লুকোনোর জন্য বসে পড়েন অ্যান্ডি। কী করবেন বুঝতে না পেরে হাত দিয়ে মুখ ঢেকে পিছনে ঘুরে যান ক্রিস্টিন। মঞ্চ থেকে যুগলের এই কাণ্ড দেখে আসল ঘটনা না জেনেই ক্রিস বলে ওঠেন, ‘‘হয় তাঁরা খুব লজ্জা পাচ্ছেন, নয়তো তাঁদের পরকীয়া সম্পর্ক রয়েছে।’’ ক্রিসের কথা শুনে দর্শকের মধ্যে হইহই পড়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অ্যান্ডি তাঁর স্ত্রী মেগান কেরিগান বাইরন এবং দুই সন্তান নিয়ে নিউ ইয়র্কে থাকেন। এই ঘটনার পর মেগানকে সহানুভূতি জানানোর জন্য অনেকেই সমাজমাধ্যমে খোঁজাখুঁজি করতে শুরু করেন। একাংশের দাবি, সমাজমাধ্যম থেকে ইতিমধ্যেই স্বামীর পদবি সরিয়ে ফেলেছেন মেগান। তবে এই ভিডিয়ো নিয়ে কোনও মন্তব্য করেননি অ্যান্ডি এবং ক্রিস্টিন। বিবাহবিচ্ছেদ নিয়েও প্রকাশ্যে কিছু ঘোষণা করেননি সংস্থার অধিকর্তা এবং তাঁর স্ত্রী।