Viral Video

জন্মের পর প্রথম বার কাদাজলে স্নান! টলমল পায়ে ‘মুখ কালো’ করে মহানন্দে হস্তীশাবক, মজার ভিডিয়ো ভাইরাল

একটি ছোট্ট হাতি তার মায়ের সঙ্গে কাদাভরা জলাশয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তার বয়স মাত্র এক মাস। জন্মের এক মাস পরেই কাদাজলে স্নান করার অভিজ্ঞতা হল তার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৭:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাত্র এক মাস বয়স হাতির ছানার। এখনও ঠিকমতো হাঁটতেই শেখেনি। কিন্তু ফূর্তির কোনও অভাব নেই তার। মা কাদাজলে স্নান করাতে নিয়ে যাচ্ছে। টলমল পায়ে এগিয়ে গেল সে দিকে। কাদা দেখে আর আনন্দ যেন ধরে রাখতে পারছে না হস্তীশাবক। এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছে। কাদাজলে স্নান করে কী খুশি সে! তার পর সারা ‘মুখ কালো’ করে মায়ের সঙ্গে হেলেদুলে উঠে পড়ল খুদে হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নিউ_এলিফ্যান্ট_হোম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ছোট্ট হাতি তার মায়ের সঙ্গে কাদাভরা জলাশয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তার বয়স মাত্র এক মাস। জন্মের এক মাস পরেই কাদাজলে স্নান করার অভিজ্ঞতা হল তার।

জলে-কাদায় সারা গা মাখামাখি করে খুবই খুশি হয়ে গিয়েছে সে। বহু ক্ষণ ধরে কাদাজলে স্নান করে সারা মুখে কাদা মাখিয়ে মনের আনন্দে মায়ের সঙ্গে আবার জঙ্গলে ফিরে গেল সে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ঠিকমতো হাঁটতে শেখেনি। কিন্তু কাদায় নেমে ষোলো আনা মজা উপভোগ করেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement