Viral Video

ডেটে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন না পুরুষেরা! নজর কাড়তে ছক কষে ‘প্রেম আদায়’, ভিডিয়োয় দাবি তরুণীর

আজকাল কোনও তরুণ নিজে থেকে অচেনা তরুণীদের ডেটে যাওয়ার প্রস্তাব দেন না। অচেনা তরুণীদের সঙ্গে ভাবও জমাতে চান না তাঁরা। তাই ‘সিঙ্গল’ তরুণীরা বড় বিপদে পড়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:১০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুরুষেরা আজকাল নিজে থেকে প্রেমের প্রস্তাব দেন না। এমনকি, ডেটেও নিয়ে যেতে চান না। ‘সিঙ্গল’ তরুণীরা পড়েছেন বড়ই মুশকিলে। তাঁদের জীবনেও বসন্তের রং কি কখনওই লাগবে না? তাই বাধ্য হয়ে ফন্দি এঁটেছেন শহরের কয়েক জন ‘সিঙ্গল’ তরুণী। তাঁরা এমন পরিস্থিতি তৈরি করছেন যে, তরুণেরা তাঁদের সঙ্গে ডেটে যেতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়ো পোস্ট করে সেই কথাই জানালেন এক তরুণী (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বোরিং_বিজ়নেস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী ঘরের ভিতর বসে বসে কেশসজ্জা করছেন। সাজগোজ করতে করতে তরুণদের উদ্দেশে কিছু কথাও বলছেন তিনি। তরুণীর দাবি, আজকাল কোনও তরুণ নিজে থেকে অচেনা তরুণীদের ডেটে যাওয়ার প্রস্তাব দেন না। অচেনা তরুণীদের সঙ্গে ভাবও জমাতে চান না তাঁরা। তাই ‘সিঙ্গল’ তরুণীরা বড় বিপদে পড়েছেন।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন শহরে অধিকাংশ মহিলা নাকি কর্মরত তরুণদের ‘লাঞ্চবক্স’ সরিয়ে ফেলছেন। বাক্সে তরুণের নাম লেখা দেখে সমাজমাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ভুল করে তাঁদের দুপুরের খাবার খেয়ে ফেলার জন্য ক্ষমাপ্রার্থনা করছেন। প্রায়শ্চিত্ত করতে দেখাও করতে চাইছেন সেই তরুণদের সঙ্গে।

Advertisement

এ ভাবেই ছক কষে ডেটে যাচ্ছেন কয়েক জন তরুণী। ভিডিয়োয় তরুণী জানিয়েছেন, আগে কোনও রেস্তরাঁয় গেলে অচেনা পুরুষ আলাপ করতে আসতেন। আজকাল কেউ আর আলাপও করতে চান না। তাই তরুণী অনুরোধ করেছেন, ‘সিঙ্গল’ তরুণেরা যেন বিনা দ্বিধায় অচেনা তরুণীদের সঙ্গে ভাব জমান এবং তাঁদের ডেটে নিয়ে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement