ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খেলাধুলা করতেই ব্যস্ত খুদে। স্থির হয়ে বসে থাকার কোনও নামগন্ধ নেই তার। পান্ডাশাবকটিকে বার বার ঘাড় ধরে নিয়ে আসছে তার মা। কিন্তু স্থির ভাবে বসছে না তার সন্তান। বার বার পালিয়ে যাচ্ছে সে। প্রতি বার সন্তানের পিছনে ছুটে যাচ্ছে তার মা। এ ভাবে সন্তানের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে মা পান্ডা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রিয়্যালমাইন্ডফুলমামা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক পান্ডাশাবকের পিছনে দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছে তার মা।
ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে হাঁপাতে শুরু করল সে। আসলে, তার সন্তানকে কোনও ভাবেই স্থির করে বসাতে পারছিল না সে। বার বার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল তার সন্তান। প্রতি বার সন্তানের পিছনে দৌড়ে তার ঘাড় ধরে আবার ফিরিয়ে নিয়ে আসছে সে। কিন্তু মায়ের শাসন মানছে না শাবকটি। বার বার সন্তানের ঘাড় ধরে বসিয়ে দিলেও আবার পালিয়ে যাচ্ছে খুদে পান্ডাটি। শেষ পর্যন্ত হাল ছেড়ে হাঁপিয়ে গিয়ে এক জায়গায় বসে পড়ল মা পান্ডাটি। অন্য দিকে, সেই সুযোগে আবার দৌড়ে পালাল পান্ডার শাবক।