ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খোলা মাঠে বন্ধুর সঙ্গে সুরাপান করছিলেন এক তরুণ। টেবিলের উপর রাখা মদের দু’টি গ্লাস। তরুণদের মদ পান করতে দেখে সে দিকে এগিয়ে গেল একটি মুরগি। লাফ দিয়ে টেবিলে উঠে মদের গ্লাসে মুখ ডুবিয়ে দিল সে। দু’চুমুক পান করার পর মাথা তুলে চেয়ে দেখল মুরগিটি। এক জন তরুণ মদের গ্লাস সরিয়ে ফেললেন।
কিন্তু মুরগি সেই নতুন স্বাদের আকর্ষণে এগিয়ে গেল টেবিলে রাখা দ্বিতীয় মদের গ্লাসটির দিকে। সেই গ্লাসে মুখে ডুব দিয়ে মদ পান করতে শুরু করে মুরগিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মুরগি মনের সুখে মদ্যপান করছে। মুরগির সুরাপানের ভিডিয়ো ক্যামেরাবন্দি করছেন দুই তরুণ। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি।
আসলে, দুই তরুণ একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। টেবিলের উপর রাখা ছিল মদের গ্লাস দু’টি। তা দেখে টেবিলের উপর লাফিয়ে পড়ল মুরগিটি। গ্লাসে মুখ ডুবিয়ে মদ খেতে শুরু করে দেয় সে। মুরগির কাণ্ড দেখে হাসাহাসি করতে শুরু করলেন দুই তরুণ। একটি মদের গ্লাস মুরগির সামনে থেকে সরিয়ে নিলে সে দ্বিতীয় গ্লাসের দিকে মুখ বাড়ায়। সেই গ্লাসে মুখ ডুবিয়ে আবার সুরাপান করতে শুরু করে দেয় ওই মুরগি।