—প্রতীকী ছবি।
জীবনের নতুন অধ্যায় শুরুর দিনেই বাধা। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিপাতের কারণে বিয়ের প্রায় সমস্ত কাজকর্মে বিলম্ব হতে পারে। সকলের জন্যই তা এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে এমন শুভ দিনে বৃষ্টি হলে তার প্রভাব পড়ে নবদম্পতির আগামী জীবনেও। বিবাহের দিন বৃষ্টি কি নবদম্পতির সংসারে খারাপ ইঙ্গিত বহন করে আনে?
বৃষ্টির ফলে সমস্ত আবর্জনা ধুয়েমুছে পরিষ্কার হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে, তা নববিবাহিত দম্পতির জীবন থেকেও সমস্ত খারাপ সময় দূর হয়ে যাওয়ার আশা জাগায়।
বৃষ্টি একাধারে উর্বরতার প্রতীক। যে হেতু বৃষ্টি মাটির উর্বরতা বাড়ায় এবং গাছপালা বৃদ্ধির কারণ হয়ে ওঠে। মনে করা হয়, বিয়ের দিন বৃষ্টি হলে নবদম্পতি সন্তানসহ সুখী হওয়ার ইঙ্গিত বহন করে।
জ্যোতিষশাস্ত্র মতে, বিয়ের দিন বৃষ্টি হলে তা নবদম্পতির উপর আশীর্বাদ বয়ে আনে। বিবাহিত দম্পতির জীবন তার ফলে অর্থ এবং আনন্দের প্রাচুর্যে ভরে ওঠার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিকে সৌভাগ্যের দূত হিসাবে মনে করা হয়। এমন শুভ দিনে বৃষ্টি নবদম্পতির আগামী জীবন দীর্ঘস্থায়ী হওয়ার বার্তা নিয়ে আসে।
বিয়ের সময় পাত্র-পাত্রীর যে কাপড়ে গিঁট বাঁধা হয় তা যদি বৃষ্টির জলে ভিজে যায় তা হলে সহজে খুলে ফেলা যায় না। কাপড়ের গিঁট ভিজে শক্ত হয়ে যাওয়ার জন্য এমন ঘটে। তবে মনে করা হয়, বৈবাহিক বন্ধনের কাপড়ের গিঁট-এর মতো দৃঢ় হবে নবদম্পতির সম্পর্ক।
বৃষ্টি হওয়ার পর প্রকৃতি সতেজ হয়ে ওঠে তা যেন এক নতুন দিনের অনুভূতি। তাই বিয়ের সময় বৃষ্টি হলে বিশ্বাস করা হয় যে, এই বিবাহ সত্যিই নবদম্পতির জীবনে একটি প্রাণবন্ত নতুন অধ্যায়ের সূচনা করবে।