ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের চারদিকে বেড়া দিয়ে ঘেরা। তার পাশেই আমগাছ। গাছের ডাল থেকে প্রচুর আম ঝুলছে। তা দেখেই মন গলে গেল কচ্ছপের। আম খাওয়ার লোভে বেড়ার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল সে। তার পর শুরু হল কচ্ছপের আম পাড়া। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এডিসোটোএক্সোটিক্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বেড়ার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটি কচ্ছপ। বেড়ার ধারে রয়েছে একটি আমগাছ। সেখানে প্রচুর আম ধরেছে। আম খাওয়ার লোভ হল কচ্ছপটির।
হাতের নাগালে যে আমটি ছিল, সেটি পাড়ার চেষ্টা করতে থাকে সে। বার বার মুখ বাড়িয়ে আমের গায়ে কামড় দেওয়ার জন্য চেষ্টা করে কচ্ছপটি। কিন্তু বার বার ব্যর্থ হয়ে যায়। তবুও হাল ছাড়ার পাত্র নয় সে। আম খাওয়ার লোভে সে ফল পাড়ার চেষ্টা চালাতেই থাকে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কচ্ছপটি মনে হয় আম খেতে খুব পছন্দ করে। তাই একনাগাড়ে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করে যাচ্ছে।’’