ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দিন কয়েক ধরে ঝড়বৃষ্টির কারণে ভয়ানক পরিস্থিতি ‘ভালবাসার শহর’ প্যারিসে। প্রবল ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। রাস্তাঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুষলধারে ঝড়বৃষ্টির ফলে দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক অবস্থায় জলমগ্ন রাস্তায় গাড়ি নিয়ে টহল দিচ্ছে পুলিশ। নীল বাতির গাড়ি থেকে অ্যাম্বুল্যান্সের শব্দের পরিবর্তে ভেসে আসছে ‘টাইটানিক’ ছবির সুর। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে।
‘ব্রুটআমেরিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নীল বাতি জ্বালিয়ে জলমগ্ন রাস্তায় টহল দিচ্ছে পুলিশের গাড়ি। প্যারিসের রাস্তায় প্রবল ঝড়বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা দিয়ে গাড়ি চললেও যেন সেই জলে ঢেউ উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে নজর কেড়েছে পুলিশের গাড়ি। গাড়ি থেকে ভেসে আসছে ‘টাইটানিক’ ছবির সুর।
সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে খানিকটা মজার ছলেই গাড়ির সঙ্গে এই সুর জুড়েছেন সেখানকার পুলিশকর্মীরা। কিন্তু ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে কটাক্ষের ঝড়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘লোকজন এত সমস্যার মুখে পড়ছেন। তার পরেও এমন পরিস্থিতিতে কী করে পুলিশ এই ধরনের মজা করতে পারে? বিবেকে কি কিছুই আটকায় না?’’
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একনাগাড়ে ঝড়বৃষ্টির ফলে প্যারিসের লক্ষাধিক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে গাছ ভেঙে পড়ে ১২ বছর বয়সি এক জনের মৃত্যু হয়েছে। উত্তর-পশ্চিম ফ্রান্সে উপড়ে পড়া গাছের সঙ্গে বাইকের ধাক্কায় এক ব্যক্তি মারা গিয়েছেন। বুধবার সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়েরু যখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন বৃষ্টির কারণে পার্লামেন্টের ছাদ থেকে জল পড়তে শুরু করেছিল। ১৫ মিনিট পর শোষক ম্যাট দিয়ে লিকেজ মেরামত করে আবার অধিবেশন শুরু করা হয়েছিল।