ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। তাঁকে একা দেখে দল বেঁধে আক্রমণ করতে দৌড়ে এল চারটি কুকুর। ভয় পেয়ে ফুটপাথের উপর বসে পড়লেন তরুণী। কুকুরগুলি তাঁকে ঘিরে ফেলেছিল। বার বার তরুণীকে কামড়ানোর চেষ্টা করছিল তারা। কুকুরের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন তরুণী। ভয়ে হাত-পা ছুড়ে কুকুরগুলিকে তাড়াবার চেষ্টা করতে থাকেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইনকগনিটো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীকে দল বেঁধে আক্রমণ করতে দৌড়ে আসছে চারটি কুকুর। তরুণীকে অনবরত কামড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ভয়ের চোটে তরুণী হাত-পা ছুড়ে কুকুরগুলিকে তাড়ানোর চেষ্টা করতে থাকেন। কুকুরগুলি সরে গেলে তিনি রাস্তায় বসে ভয়ে কাঁদতে শুরু করে দেন। পরে আবার কুকুরগুলি তাঁকে আক্রমণ করতে দৌড়লে তরুণীর ভাগ্য সহায় হয়।
সেই সময় ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন তরুণীর এক বান্ধবী। বিপদ বুঝে রাস্তা থেকে পাথর কুড়িয়ে কুকুরগুলিকে লক্ষ্য করে মারতে শুরু করেন সেই তরুণী। ভয় পেয়ে কুকুরগুলি লেজ গুটিয়ে পালিয়ে যায়। তরুণী এগিয়ে এসে তখন বান্ধবীকে বিপদ থেকে উদ্ধার করেন। জানা গিয়েছে যে, এই ঘটনাটি ইনদওরে ঘটেছে। দুই তরুণীই কলেজপড়ুয়া। ভিডিয়োটি দেখে তরুণীর জন্য চিন্তা প্রকাশ করে এক জন লিখেছেন, ‘‘খুবই খারাপ ঘটনা। তরুণীকে দেখে খুব কষ্ট হচ্ছে। আশা করি, তিনি গুরুতর আঘাত পাননি।’’