Viral Video

কথা শুনছেন না টোটোর চালক, ববি দেওলের গান গেয়ে ‘হুমকি’ দিল পুলিশ! ভিডিয়ো ভাইরাল

গানের বাণীর সারমর্ম এই যে, পুলিশকর্মী ওই টোটোর চালককে এক মাসে তিন বার গাড়িতে কাচ লাগাতে বলেছিলেন। কিন্তু চালক সে কথা শোনেননি। গান গাইতে গাইতে চালককে পুলিশের প্রশ্ন, ‘‘আপনি কাচ কবে লাগাবেন?’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১১:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়ির সামনে কাচ লাগাতে বলেছিলেন পুলিশকর্মী। বার বার একই কথা বলেও লাভ হয়নি। পুলিশের কথায় কর্ণপাত করেননি টোটোচালক। এক মাসে তিন বার কাচ লাগানোর জন্য বললেও পুলিশের কথা কানে তোলেননি তিনি। রাস্তায় চতুর্থ বার সেই পুলিশকর্মীর মুখোমুখি হতেই ভয়ে ঘাবড়ে যান টোটোর চালক। পুলিশের উর্দি পরা সেই ব্যক্তি হিন্দি গান গাইতে গাইতে তাঁর টোটোর দিকে এগিয়ে যান। তা দেখে টোটো থেকে নেমে যান টোটোচালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভগবত_প্রসাদ_পাণ্ডে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি টোটোর দিকে গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে এক পুলিশ। মধ্যপ্রদেশে এই ঘটনাটি ঘটেছে। ববি দেওল অভিনীত ‘বরসাত’ ছবি থেকে ‘হমকো সির্ফ তুমসে প্যার হ্যায়’ গানটি নিজের মতো করে গাইছেন সেই পুলিশকর্মী।

তাঁর গানের বাণীর সারমর্ম এই যে, তিনি টোটোর চালককে এক মাসে তিন বার গাড়িতে কাচ লাগাতে বলেছিলেন। কিন্তু চালক সে কথা শোনেননি। গান গাইতে গাইতে চালককে পুলিশের প্রশ্ন, ‘‘আপনি কাচ কবে লাগাবেন?’’ পুলিশের এই কাণ্ড দেখে ভয়মেশানো হাসি নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন চালক। তার পর প্লাস্টিক দিয়ে গাড়ির সামনে ঢাকা দিয়ে দেন তিনি। পুলিশকর্মী পরে ওই চালকের গলায় মজা করে গাঁদা ফুলের মালা পরিয়ে দেন।

Advertisement

তিনি জানান, গ্বালিয়র গিয়ে গাড়িতে কাচ লাগাতেন সেই চালক। কিন্তু গ্বালিয়র সেখান থেকে ১২০ কিলোমিটার দূরে। তাই কাজ চালানোর জন্য প্লাস্টিকের ঢাকা দিয়ে দিলেন। পুলিশকর্মীও পরে বললেন, ‘‘আজ ছেড়ে দিলাম। পরের দিন কাচ লাগানো না দেখলে কিন্তু জরিমানা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement