ছবি: ইনস্টাগ্রাম।
কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় আবার একটি অদ্ভুত ঘটনা ঘটল। মেট্রোর কামরার মেঝেয় বসে খোল-করতাল নিয়ে ভজন গেয়ে খবরে এলেন একদল মহিলা যাত্রী। তবে পরে ওই কামরায় এক সিআইএসএফ জওয়ান পৌঁছে যাওয়ায় তাঁদের ‘অনুষ্ঠান’ ভেস্তে যায়। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি মেট্রোর একটি কামরার মেঝেয় ঢোল-করতাল-মঞ্জিরা নিয়ে ভজন করছেন একদল মহিলা। মগ্ন হয়ে গাইছেন তাঁরা। তাঁদের সঙ্গ দিচ্ছেন আসনে বসে থাকা কয়েক জন। অপ্রত্যাশিত আধ্যাত্মিক প্রদর্শনী দেখে আশপাশের যাত্রীদের অনেকেই অবাক হয়ে যান। তবে কিছু ক্ষণ পরে এক সিআইএসএফ জওয়ান ওই কামরায় চলে আসেন। সাধারণ যাত্রীদের সমস্যার কথা বলে ওই মহিলাদের গান বন্ধ করতে বলেন তিনি। ওই মহিলারাও ক্ষমা চেয়ে গান বন্ধ করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিল্লু_সান্ডা_৭০১১’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই প্রায় ২৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। নেটাগরিকদের কেউ কেউ ওই মহিলাদের সমালোচনা করলেও কেউ কেউ আবার তাঁদের ভক্তির কথা উল্লেখ করে প্রশংসা করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘মেট্রোয় একাধিক বার অশালীন আচরণ করতে দেখা গিয়েছে যাত্রীদের। তার থেকে তো ভজন-কীর্তন করা অনেক ভাল। ওই মহিলাদের কুর্নিশ।’’